শিরোনাম
রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সব শিল্পকারখানা খোলার দাবি জানাল এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক

রপ্তানিখাতের পর এবার সারা দেশের উৎপাদনমুখী সব ধরনের স্থানীয় শিল্প ও কলকারখানা খুলে দিতে  সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। গতকাল গণমাধ্যামে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন- শিল্প ও কলকারখানা চলাকালীন ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা অনুধাবন করে স্বাস্থ্যবিধি                  মেনে সব ব্যাংকিং সেবা সপ্তাহে ৫ দিন চালু রাখতে হবে। এছাড়া ১ আগস্ট থেকে রপ্তানিমুখি সব শিল্প ও কল-কারখানা বিধি-নিষেধের আওতাবহির্ভূত রাখার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বিজ্ঞপ্তিতে বলেছেন- বিনিয়োগ ও কর্মসংস্থানের স¦ার্থে এবং পণ্য সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদনমুখী সব ধরনের শিল্প ও কল-কারখানা খুলে দেওয়া হোক। এরআগে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দলের অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই সভাপতি স্বাস্থ্যবিধি মেনে রপ্তানি ও উৎপাদনমুখী সব ধরনের শিল্প ও কল-কারখানা খোলা রাখার দাবি জানান।

সর্বশেষ খবর