মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আবার পুতিনের দল বিজয়ী

প্রতিদিন ডেস্ক

আবার পুতিনের দল বিজয়ী

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ফের জয়ী হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্টি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নির্বাচনে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আরটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্র : রয়টার্স। এর আগে গতকাল সকাল পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ ভোট গণনার পর জানা যায়, প্রতিদ্ব›দ্বীদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে দলটি। উল্লেখ্য, গত শুক্রবার থেকে তিন দিনব্যাপী এ নির্বাচন হয়েছে। সেন্ট্রাল ইলেকশন কমিশন জানিয়েছে, নির্বাচনে ইউনাইটেড রাশিয়া ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছে। আর তাদের নিকটতম প্রতিদ্ব›দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে ২০ শতাংশের কম ভোট। এ ফলাফল অনুযায়ী, পুতিনপন্থি দলের বড় জয়ের লক্ষণ স্পষ্ট হয়ে যায়। যদিও ২০১৬ সালের নির্বাচনে ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছিল ইউনাইটেড রাশিয়া।

নির্বাচনে তৃতীয় অবস্থানে রয়েছে ডানপন্থি এলডিপিআর। তারা ৭ দশমিক ৫৬ শতাংশ ভোট পেয়েছে। চতুর্থ অবস্থানে থাকা কেন্দ্রীয় বামপন্থি ফেয়ার রাশিয়া  পেয়েছে ৭ দশমিক ৩৮ ভাগ ভোট।

এদিকে গতকাল আংশিক ফল ঘোষণার পর থেকেই উল্লাসে নেমে পড়েন ইউনাইটেড রাশিয়ার সমর্থকরা। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনকেও দলের প্রধান কার্যালয়ে সমর্থকদের নিয়ে স্লোগান দিতে দেখা যায়। তবে প্রেসিডেন্ট পুতিন তাৎক্ষণিক কোনো বক্তব্য দেননি।

পর্যবেক্ষকরা বলছেন, যতই দিন যাচ্ছে এই রুশ নেতা যেন আরও শক্তিশালী হয়ে উঠছেন। ৬৮ বছর বয়সী পুতিন এখনো বহু রাশিয়ানের কাছে বেশ জনপ্রিয়।

উল্লেখ্য, ৪৫০ আসনের রুশ পার্লামেন্টে বর্তমানে প্রায় তিন-চতুর্থাংশই ইউনাইটেড রাশিয়ার নিয়ন্ত্রণে। ২০২০ সালে এ সংখ্যাগরিষ্ঠতার বলে সংবিধানে একটি নতুন সংস্কার আনা হয়। এতে ভ্লাদিমির পুতিনকে আরও দুই মেয়াদে অর্থাৎ ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ রাখা হয়। সমালোচকদের মতে, ওই সংস্কার ছিল পুতিনকে আমৃত্যু ক্ষমতায় রাখার একটি অপকৌশল মাত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর