সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ব্রিটিশ এমপি খুন

আটক যুবকের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা

প্রতিদিন ডেস্ক

ব্রিটিশ এমপি স্যার ডেভিড অ্যামেসকে ছুরি মেরে হত্যার ঘটনায় পুলিশ ২৫ বছর বয়সী হারবি আলী নামে এক উগ্রবাদী মুসলিমকে আটক করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা দায়ের হয়েছে। সূত্র : বিবিসি।

প্রসঙ্গত, গত শুক্রবার অ্যাসেক্সের লে-অন-সি শহরের বেলফেয়ার্স  মেথোডিস্ট চার্চে নিজের নির্বাচনী এলাকার ভোটারদের সঙ্গে কথা বলার সময় হামলাকারীর একাধিক ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬৯ বছর বয়সী অ্যামেসের। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টির এমপি ছিলেন। পুলিশ জানিয়েছে, ব্রিটিশ নাগরিক আলী সন্ত্রাসবাদ আইন ২০০০-এর অধীনে লন্ডনের একটি থানায় আটক আছেন আর কর্মকর্তারা ২২ অক্টোবর পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ পাবেন। এ হামলার ঘটনায় আর কেউ জড়িত ছিলেন না বলে বিশ্বাস পুলিশ কর্মকর্তাদের। প্রথমে খুনের সন্দেহভাজন হিসেবে হারবি আলীকে আটক করা হয়েছিল, কিন্তু পরে শুক্রবার রাতে তাকে সন্ত্রাসবাদ আইনে আটক করা হয়। শনিবার ম্যাজিস্ট্রেটরা আলীকে ২২ অক্টোবর, শুক্রবার পর্যন্ত  হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এক বিবৃতিতে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হামলায় যে ছুরিটি ব্যবহৃত হয়েছিল ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করা হয়েছে। শনিবার সারা দিন ধরে লন্ডনের তিনটি ঠিকানায় তল্লাশি চালিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এ দিন অ্যামেসের মৃতদেহের ময়নাতদন্তও হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ খবর