সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
পরীমণির রিমান্ড

ব্যাখ্যা দিতে আরও সময় পেলেন দুই বিচারক

নিজস্ব প্রতিবেদক

ব্যাখ্যা দিতে আরও সময় পেলেন দুই বিচারক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণির দফায় দফায় রিমান্ড মঞ্জুরের বিষয়ে ব্যাখ্যা দিতে দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আরও এক সপ্তাহ সময় দিয়েছে হাই কোর্ট। গতকাল দুই বিচারক সময় চেয়ে আবেদন করলে বিচারপতি মোস্তফা  জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গতকাল জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল। পরীমণির মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তাফা ইতিমধ্যে আদালতে লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার জন্য দুই বিচারকের পক্ষে আইনজীবী আবদুল আলীম মিয়া জুয়েল এক সপ্তাহ সময় চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে মাদকসহ গ্রেফতার করা হয় তাকে। এরপর পরীমণিকে মোট ৩ দফায় চার দিন, দুই দিন ও এক দিনের রিমান্ডে নেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস দ্বিতীয় দফায় দুই দিন এবং আতিকুল ইসলাম তৃতীয় দফায় এক দিন রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরীমণিকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়ে প্রশ্ন ওঠে হাই কোর্টে। গত ২ সেপ্টেম্বর হাই কোর্ট দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুরের ব্যাপারে দুই বিচারকের কাছে লিখিত ব্যাখ্যা চান। দুই বিচারক ব্যাখ্যা দেন, যা গত ১৫ সেপ্টেম্বর হাই কোর্টে উপস্থাপন করা হয়। তবে প্রথম দফায় তাদের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি হাই কোর্ট। পরবর্তীতে আবার তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর