রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দেশের মানুষ ভালো নেই

কুমিল্লা প্রতিনিধি

দেশের মানুষ ভালো নেই

গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে বর্তমান সরকারকে হঠানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি গতকাল বিকালে কুমিল্লার দাউদকান্দিতে নিজ বাসভবনে নবগঠিত পৌর শ্রমিক দলের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে    বক্তৃতাকালে এসব কথা বলেন। ড. মোশাররফ বলেন, বর্তমান সরকার নানা গণবিরোধী কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। আন্তর্জাতিকভাবে দেশ আজ নিন্দিত। দেশে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন নেই। দেশের মানুষ ভালো নেই। বিচারবহির্ভূত হত্যাকান্ড বেড়েই চলেছে। এসব কারণে বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে দেশ আজ নানাভাবে লজ্জিত, অপমানিত হচ্ছে। দেশে মানবাধিকার লঙ্ঘিত, গণতন্ত্র অনুপস্থিত, স্বৈরশাসন চলছে- এসব আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দেশকে এসব বদনাম থেকে পরিত্রাণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে কঠোর আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে হঠানোর বিকল্প নেই। বিএনপির এ নেতা বলেন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বিদেশে সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ বারবার পরামর্শ দিচ্ছেন। কিন্তু সরকার আইনের দোহাই দিয়ে নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসায় আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার। জামিনে থাকার বিদ্যমান শর্ত তুলে দিলেই তিনি বিদেশে সুচিকিৎসা গ্রহণ করতে পারেন। আসলে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়েই সরকার খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। দাউদকান্দি পৌর শ্রমিক দলের বিদায়ী সভাপতি মোস্তাক মিয়া সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি এ কে এম শামসুল হক, কেন্দ্রীয় শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক মিঞা মো. মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতা সাইফুল আলম ভূঁইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, নূরুল আমিন নাঈম সরকার, আহাম্মদ হোসেন তালুকদার, এম এ সাত্তার, কামাল হোসেন, ভিপি শাহাবুদ্দিন ভূঁইয়া, খন্দকার বিল্লাল হোসেন (সুমন কাউন্সিলর), শরীফ চৌধুরী, রোমান খন্দকার, আলমগীর হোসেন, জামাল হোসেন, ইউসুফ হোসেন মোল্লা, আবদুল বাসেদ, আসাদুজ্জামান লিমন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর