নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের পাইনাদী সিআইখোলা হাজীনগর এলাকার পাঁচতলা ভবনের ৫ম তলার একটি বাসা থেকে স্বামী রবিউল ইসলাম (৩০) ও স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে লাকী দাসের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় দরজা ভেঙে বাসার ভিতর থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, বিকালে পাইনাদী সিআইখোলার হাজীনগর এলাকার শাহাদাত হোসেনের পাঁচতলা বাড়ির পঞ্চম তলার একটি বাসা থেকে গন্ধ বের হলে ঘরের ফাঁক দিয়ে স্বামী-স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন ওই বাড়ির লোকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাড়ির মালিক শাহাদাত হোসেন বলেন, গত মাসের ১ তারিখে পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষ ভাড়া নেন রবিউল ইসলাম। গতকাল বিকালে ভাড়াটিয়া আবুল হোসেন ওই বাসা থেকে গন্ধ বের হলে বিষয়টি আমাকে জানান। পরে আমি ৯৯৯ নম্বরে ফোন দিই। রবিউল ইসলাম রাজমিস্ত্রির কাজ করতেন। ভাড়াটিয়া আবুল হোসেন বলেন, ‘৭ সেপ্টেম্বর রবিউল ইসলামকে হাতে ওষুধ নিয়ে বাসায় ঢুকতে দেখেছি। পরে আর তাদের বাসার বাইরে দেখিনি।’ সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। লাশ দুটি মেঝেতে পড়েছিল। তবে বাসার ভিতর থেকে ঘরের দরজা বন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। লাশ দুটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। স্ত্রী লাকী দাস গত ১৪ জুন নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু থেকে মুসলিম হয়েছেন। মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয় আয়েশা সিদ্দিকা। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বলেন, তাদের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তারপরও ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
ফ্ল্যাট থেকে গন্ধ, লাশ মিলল স্বামী-স্ত্রীর
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর