বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

লাঠি দিয়ে মূল্য কমাতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

লাঠি দিয়ে মূল্য কমাতে পারবেন না

বিএনপিকে উদ্দেশ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, লাঠি দিয়ে মূল্য কমাতে পারবেন না। রাজশাহীতে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরিকল্পনামন্ত্রী গতকাল সকালে রাজশাহীতে আসেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। তিনি বলেন, লাঠি নিয়ে রাস্তায় নামা, ভালো উদাহরণ নয়। গ্রামে ছোটবেলা দেখেছি, এক গ্রামের লোক আর এক গ্রামের লোককে লাঠিসোঁটা দিয়ে মারধর করত। এটা আমাদের এলাকার লোকেরাও এখন আর করে না। আর এটা যদি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বা খুলনায় রাজনৈতিক স্বার্থে আমরা করি। এতে আমরা ব্যথিত হই, দুঃখ পাই, লজ্জা পাই। এম এ মান্নান বলেন, একজন দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে যতগুণ থাকা দরকার, প্রায় সবগুণই শেখ হাসিনার রয়েছে। কেননা তিনি মাটি ও মানুষের জন্য কাজ করেন। দেশের প্রতিটি জেলার খবর তিনি রাখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, শেখ হাসিনার হাত ধরেই দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর অধ্যাপক আসাবুল হক প্রমুখ।

সর্বশেষ খবর