বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ম্যাক্সনের অস্বাভাবিক মৃত্যু কলকাতায়

কলকাতা প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ নুরনবী ওরফে ম্যাক্সনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে ভারতের কলকাতায়। মঙ্গলবার রাতে হরিদেবপুর থানার ১৬৪ নম্বর মতিলাল গুপ্তা রোডের একটি বহুতল ভবন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তবে ম্যাক্সনের পরিবার এ মৃত্যুর জন্য তার ভারতীয় স্ত্রী অর্পিতাকে দায়ী করেছে।

চট্টগ্রামের বিভিন্ন থানায় ম্যাক্সনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ২২টির বেশি মামলা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে থানার এক কর্মকর্তা বলেন, মতিলাল গুপ্তা রোডের ওই বহুতল ভবনের তিন তলায় একটি ঘর ভাড়া নিয়ে অর্পিতা হাজরার সঙ্গে থাকতেন ম্যাক্সন। জানা যায়, গত দুই দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ, বড় শিল্প এবং বাণিজ্যিক এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন ম্যাক্সন। কয়েক বছর ধরে তিনি মধ্যপ্রাচ্য এবং ভারতে পালিয়ে থাকলেও কখনো বন্ধ হয়নি তার অপরাধ জগতের পদচারণা। ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে জোট বেঁধে ম্যাক্সন ধরে রেখেছিলেন অপরাধ সাম্রাজ্য। ২০০০ সালে নগরীর বহদ্দারহাটে ছাত্রলীগের আট নেতাকে ব্রাসফায়ারে হত্যার পরপরই তার উত্থান। এ মামলার অন্যতম অভিযুক্ত সাজ্জাদকে পুলিশ একে-৪৭সহ গ্রেফতারের পর সাজ্জাদ বাহিনীর পুরো নিয়ন্ত্রণ নেন তিনি। ২০১৬ সালে একে-৪৭সহ গ্রেফতার হন ম্যাক্সন ও তার তিন সহযোগী। ২০১৭ সালে জামিনে মুক্তি পেয়ে বিদেশে পালিয়ে যান তিনি। ম্যাক্সনের শ্যালিকা আইরিন আকতার বলেন, মঙ্গলবার রাতে ভাইয়ার লাশ দক্ষিণ ছব্বিশ পরগনার এমআই বনগা হাসপাতালে নিয়ে যান অর্পিতা। ভুল ঠিকানা দিয়ে লাশ রেখে পালিয়ে যান তিনি। যাওয়ার সময় ম্যাক্সনের ব্যবহার করা ফোনটি রেখে যান লাশের পাশে। ওই ফোনের সূত্র ধরেই তাকে হত্যার বিষয়টা জানতে পারি আমরা। আমাদের ধারণা টাকার জন্যই ম্যাক্সনকে হত্যা করেছেন অর্পিতা। খুনের পর অর্পিতা আমাদের ফোন রিসিভ করছেন না।

সর্বশেষ খবর