রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অঘটনের বিশ্বকাপে হার পাঁচ চ্যাম্পিয়নের

ক্রীড়া প্রতিবেদক

শুরু হয়ে গেছে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব। জয়ী দল টিকে থাকবে বিশ্বকাপ ট্রফি জয়ের মিশনে। পরাজিত দল ফিরে যাবে বাড়ি। পরশু রাতে অঘটন দিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্ব। অতিরিক্ত সময়ের গোলে ক্যামেরুন হারিয়েছে ব্রাজিলকে। বিশ্বকাপ ফুটবলের চলতি আসরের সর্বশেষ অঘটন এটি। প্রথম পর্বে বেশ কয়েকটি অঘটন ঘটেছে। গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। হারলেও টিকে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। আরেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে এখনো অপরাজিত। বড় বড় দলগুলোর হারে কাতার বিশ্বকাপকে অঘটনের বিশ্বকাপ বলাই যায়। আসরে পাঁচ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স ও জার্মানি হেরেছে। সৌদি আরব গ্রুপপর্বে প্রথম অঘটনের জন্ম দেয়। ১৯৭৮ ও ১৯৮৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারায় ২-১ গোলে। যদিও প্রথমে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। পরে দুই গোল করে সৌদি আরব। জাপান প্রথম ম্যাচে ২-১ গোলে হারায় ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মনিকে। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ছিল জীবন বাজির ম্যাচ। আকাশসমান চাপ নিয়ে জাপান ২-১ গোলে হারায় স্পেনকে। ওই জয়েই সুপার সিক্সটিন নিশ্চিত করে। যদিও জাপানের দ্বিতীয় গোল নিয়ে বিতর্ক চলছে এখনো। সুপার সিক্সটিন খেলতে দক্ষিণ কোরিয়ারও জিততে হতো পর্তুগালের বিপক্ষে। পিছিয়ে থেকেও ২-১ গোলে জয় পায় কোরিয়া। মরক্কো ২-০ গোলে হারায় র‌্যাঙ্কিংয়ের ২ নম্বর দল বেলজিয়ামকে। তিউনেশিয়া ১-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে। চলতি বিশ্বকাপে অংশ নিচ্ছে ৭ বিশ্বচ্যাম্পিয়ন। ইতালি অংশ নিচ্ছে না। হারেনি ইংল্যান্ড। হেরেছে বাকি পাঁচ বিশ্বচ্যাম্পিয়ন- ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও ফ্রান্স।

সর্বশেষ খবর