বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় আসছেন ডনাল্ড লু

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

ঢাকায় আসছেন ডনাল্ড লু

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী (দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ান) ডনাল্ড লু বাংলাদেশে আসছেন। জ্বালানি, ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম, মানবাধিকারসহ বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তিনি এ সফরে আসছেন বলে জানা গেছে। ১৪ জানুয়ারি তাঁর ঢাকায় পৌঁছার কথা। স্টেট ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সফরকালে ডনাল্ড লু সরকারের ঊর্র্ধ্বতন কর্মকর্তা এবং সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা নিয়ে কথা বলবেন। তিনি অর্থনৈতিক কর্মকান্ডের দিগন্ত প্রসারিত করার পাশাপাশি শ্রমিক এবং মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের পরিকল্পনার কথাও শুনবেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা (ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে দক্ষিণ এশিয়া সম্পর্কিত সিনিয়র ডিরেক্টর) রিয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচারের সফরের পরই ডনাল্ড লু বাংলাদেশ সফর করছেন। এ সময়ে জাতীয় নির্বাচন ঘিরে মার্কিন প্রশাসনে মহলবিশেষের দেনদরবারেরও যথাযথ জবাব শেখ হাসিনার প্রশাসন থেকে সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর