মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ব্রিকস ও এসসিওতে যোগদানে আগ্রহী সৌদি আরব

প্রতিদিন ডেস্ক

সৌদি আরবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কজলভ বলেছেন, সৌদি আরব বিশ্বের বিকাশমান অর্থনীতিসমৃদ্ধ পাঁচ দেশের জোট ‘ব্রিকস’-এ যোগ দিতে আগ্রহী। দেশটি সাংহাই সহযোগিতা সংস্থা- ‘এসসিও’তেও যোগ দিতে চায়।

বার্তা সংস্থা বিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত কজলভ বলেন, নিজের বিদেশনীতি বহুমুখীকরণ পর্যায়ে সৌদি আরব ব্রিকসের মতো আন্তর্জাতিক সংগঠনের পাশাপাশি আঞ্চলিক জোট এসসিও (সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন)-এ যোগ দিতে চাইছে। রাষ্ট্রদূত

জানান,    এসসিওতে সৌদি আরবের যোগদানের বিষয়টি সক্রিয় আলোচনায় রয়েছে। ব্রিকসে যোগদানের বিষয়টি বিবেচনাধীন রয়েছে। ব্রিকসভুক্ত দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বের ৪০ শতাংশের বেশি মানুষ এসব দেশে বাস করে। বিশ্বময় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক-চতুর্থাংশ হয়ে থাকে এই দেশগুলোয়। এদিকে চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন নিরাপত্তা জোট এসসিওভুক্ত হয়েছে ভারতের মতো গুরুত্বপূর্ণ দেশ।

সর্বশেষ খবর