শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
পদযাত্রা বনাম শান্তি সমাবেশ

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের সম্পদ লুট করে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে দেশের সম্পদ লুট করে : ফখরুল

পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের চুরির কারণে ব্যাংক খালি, ডলার নেই। ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। দেশে গণলুট চলছে। এরা যখনই ক্ষমতায় আসে তখনই দেশের সম্পদ লুট করে। গতকাল রাজধানীর গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ ছাড়া উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা গোপীবাগ থেকে শুরু হয়ে টিকাটুলি, দয়াগঞ্জ, রায়সাহেব বাজার হয়ে নয়াবাজারে গিয়ে শেষ হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব আরও বলেন, গত ১৫ বছরে অনেক অত্যাচার হয়েছে। আর নয়, জনগণকে বাসা থেকে বের হতে হবে, জেগে উঠতে হবে। এরা দেশটিকে ফতুর বানিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্র র‌্যাব এবং পুলিশকে নিষেধাজ্ঞা দিয়েছে, আমরা এটি চাইনি, এটি জাতির জন্য লজ্জাকর। তারা ক্ষমতায় টিকে থাকতে র‌্যাব ও পুলিশকে দিয়ে মানুষ হত্যা করেছে। এবারও আমেরিকায় অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি, এতে বিশ্বের কাছে আমাদের মাথা নিচু হয়ে যায়। যে গণতন্ত্রের জন্য যুদ্ধ হয়েছে, সে গণতন্ত্র হরণের অভিযোগই গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি বাংলাদেশ। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নবী উল্লাহ নবী, আ ন ম সাইফুল ইসলাম, মকবুল হোসেন সরদার, মো. সুমন ভূঁইয়া, বদরুল আলম সবুজ প্রমুখ।

এদিকে উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার হত্যা করেছে। এটা কি শুধু আমরা বলি, সাধারণ মানুষও বলে। শুধু তাই নয়, আজকে আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃত যে, বাংলাদেশে গণতন্ত্র নেই।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রাটি উত্তরা জসিম উদ্দিন মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, নতুন করে আরেকটি ডেমোক্রেটিক কাউন্সিল হচ্ছে। পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো আমন্ত্রিত হয়েছে, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। তার অর্থ এই, এ দেশের জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব বুঝতে পেরেছে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ দিশাহারা। বিদ্যুতের বিল দিতে পারে না, পানির বিল দিতে পারে না, গ্যাসের বিল দেয় কিন্তু গ্যাস থাকে না। মানুষ অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে মানবেতর জীবনযাপন করছে। সে জন্য বিএনপি জনগণের এসব দাবি নিয়ে রাস্তায় নেমেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ড. আবদুল মঈন খান, আবদুল আউয়াল মিন্টু, কামরুজ্জামান রতন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মোস্তাফিজুর রহমান বাবুল, তাবিথ আউয়াল, শামীমুর রহমান শামীম, আতাউর রহমান, এম কফিল উদ্দিন আহমেদ, আক্তারুজ্জামান প্রমুখ।

সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট : ১০ দফা দাবি বাস্তবায়নে বিএনপির কর্মসূচির সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট। রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত পদযাত্রা করে। কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে জোটের সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে উঠেছে। জাতীয়তাবাদী নাগরিক আন্দোলনের সভাপতি পীরজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষামঞ্চের সভাপতি মনোয়ার হোসেন বেগ, মুক্তিযুদ্ধ-৭১ এর সভাপতি আনসার রহমান সিকদার, ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলিম উল্লাহ আলীম, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

 

জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে পারে : ড. ফরহাদ

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। গতকাল রাজধানীর পুরানা পল্টনে আল রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন ফরহাদ।

জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত ও এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম, জনকল্যাণ পার্টির সভাপতি ওবায়দুল হক পীরজাদা প্রমুখ।

 

সর্বশেষ খবর