রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাড়ছে রাস্তা বন্ধ করে সভা সমাবেশ

জয়শ্রী ভাদুড়ী ও হাসান ইমন

রাজধানীসহ সারা দেশে ব্যস্ত সড়ক দখল করে রাজনৈতিক সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল নিত্য চিত্র হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাম ও ইসলামী দলসহ প্রতিটি রাজনৈতিক দল তাদের কর্মসূচির জন্য বেছে নেয় রাজপথ। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে অসুস্থ রোগী, নারী, শিশুসহ সব বয়সী মানুষ। তাই পুরো শহর অচল না করে নির্দিষ্ট জায়গায় রাজনৈতিক কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে রাজধানীতে সড়ক বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি পালন করলে পুরো শহর অচল হয়ে যায়। গত শুক্রবার সরকারি ছুটির দিনেও রাজধানীজুড়ে ছিল তীব্র যানজট। ছুটির দিনে পরিবার নিয়ে বিনোদন কেন্দ্রে যাওয়া, কেনাকাটাসহ বিভিন্ন পারিবারিক কাজে ব্যস্ত সময় কাটায় মানুষ। শিশুরা মাঠে, ফাঁকা রাস্তায় খেলাধুলায় মেতে ওঠে। রাস্তা ফাঁকা থাকায় পণ্য পরিবহন সহজ হয় ব্যবসায়ীদের জন্য। কিন্তু রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বিক্ষোভ, মিছিল, শান্তি সমাবেশ, পদযাত্রার নামে বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। সামনে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজপথ দখলে রাখার টার্গেটে কর্মসূচি নির্ধারণ করছে দলগুলো। এতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। যে যতটা ভোগান্তি তৈরি করতে পারবে তার কর্মসূচি যেন ততটাই সফল। অফিস, স্কুল, কলেজ খোলা থাকলে এমনিতেই যানজটে ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে। তার মধ্যে রাজনৈতিক কর্মসূচি দিলে গাড়ির চাকা আর নড়ে না। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, গুলিস্তান, উত্তরায় ছিল তীব্র যানজট। এসব এলাকার বাসিন্দাদের তীব্র ভোগান্তি পোহাতে হয়। মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ এবং বঙ্গবন্ধু এভিনিউতে দক্ষিণ যুবলীগ কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচি সফল করতে দলে দলে নেতা-কর্মী আসতে থাকেন। ফলে এসব এলাকায় দেখা দেয় যানজট। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আল-রাজি কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট পদযাত্রা ও সমাবেশ করেছে। বিকালে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি রাজধানীর উত্তরায় জসিম উদ্দিন মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। একই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিও পদযাত্রা কর্মসূচি পালন করেছে। বিকাল সাড়ে ৪টায় রাজধানীর গোপীবাগ থেকে পদযাত্রা শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক ঘুরে নয়াবাজারে গিয়ে শেষ হয়। মালিবাগ মোড়ে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (একাংশ) পদযাত্রা কর্মসূচি পালন করেছে। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। ফলে এ সময় দেখা দেয় তীব্র যানজট। উত্তরা-আবদুল্লাহপুরে দীর্ঘ যানজটে পড়ে উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাসগুলো। সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও যানজট সমস্যার সমাধান হয়নি। এর পরে পণ্যবাহী ট্রাক যাতায়াত শুরু করলে যানজট ও ধুলায় ভারী হয়ে ওঠে ওই এলাকার পরিবেশ। ছুটির দিনে উত্তরা এলাকার যারা পরিবার নিয়ে বের হয়েছিলেন তাদের পোহাতে হয় অসহনীয় ভোগান্তি। ১২ ফেব্রুয়ারি রাজধানীর পল্টনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। বিএনপির কর্মসূচির পাল্টাপাল্টিতে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি শ্যামপুরে শান্তি সমাবেশ করেছে কয়েক দফা। গতকালও রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচি ছিল। রাজধানীতে এ চিত্র শুধু এক দিনের নয়। বছরজুড়েই রাজধানীতে চলে এসব রাজনৈতিক কর্মকাণ্ড। অনেক সময় কোনো ঘোষণা ছাড়াই সড়কে নেমে আসেন নেতা-কর্মীরা। জরুরি কাজে গিয়ে কিংবা ডাক্তার দেখাতে গিয়ে রোগী নিয়ে বিপাকে পড়তে হয় নাগরিকদের। অনেক সময় শান্তিপূর্ণ কর্মসূচি থেকে শুরু হয় সহিংসতা। এতে নেতা-কর্মীদের বাইরেও অনেক সাধারণ মানুষ আহত হয়, জানমালের ক্ষতি হয়। তাই সড়কে প্রতিবন্ধকতা তৈরি না করে একটা নির্দিষ্ট জায়গায় রাজনৈতিক কর্মসূচি পালনের প্রস্তাব দিয়েছেন স্থপতি, নগর পরিকল্পনাবিদ এবং নাগরিক সমাজ। শুধু ঢাকা নয়, সব জেলা শহরেই রাজনৈতিক কর্মসূচির জন্য একটা জায়গা নির্দিষ্ট করার পরামর্শ দিয়েছেন তারা।

এসব পরিত্যাগ করতে হবে

নির্দিষ্ট স্থানে হওয়া উচিত

কর্মসূচি সীমিত করা উচিত

সর্বশেষ খবর