রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নির্দিষ্ট স্থানে হওয়া উচিত

ড. বদিউল আলম মজুমদার

নির্দিষ্ট স্থানে হওয়া উচিত

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু জনগণের ভোগান্তি সৃষ্টি করে এমন স্থানে কর্মসূচি পালন করা উচিত নয়। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি নির্দিষ্ট স্থানে পালন হওয়া উচিত। এতে সহিংসতা, ভোগান্তি থাকবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক কর্মসূচি রাজপথে থাকলে সহিংসতা হয়, যানজট তৈরি হয়, ভোগান্তি হয় সাধারণ মানুষের। এগুলো থেকে আমাদের বের হওয়া উচিত। রাজনৈতিক কথা হবে আলোচনার টেবিলে ও সংসদে। রাস্তাঘাট বন্ধ করে মানুষের জীবন অতিষ্ঠ করে এমন কর্মসূচি পালন করা উচিত নয়। রাজনৈতিক দলের নেতাদের এমন মনমানসিকতা থেকে বের হতে হবে। ডিজিটাল যুগে ডিজিটালভাবে কর্মসূচি পালন করা উচিত।

তিনি বলেন, জনসমাবেশ হলে যে প্রাণহানি হয়, তার দায়ই বা কে নেবে! আমার প্রস্তাব- এখন দলগুলোর ডিজিটালি জনসভা করা উচিত। যে দাবিগুলো রাজনৈতিক দলগুলো জানাবে তা ডিজিটাল মাধ্যমেই জানাক। এতে জনভোগান্তি কমবে, সহিংসতা ও ঝুঁকি কমবে।

সর্বশেষ খবর