রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আঘাত এক কিমি দূরেও

আজহার মাহমুদ, সোনাইছড়ি (সীতাকুণ্ড) থেকে

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের প্লান্টের বিস্ফোরণের কারণে এর বিভিন্ন অংশ এক কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে পড়েছে। এতে আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একজন প্লান্টের লোহার টুকরো গায়ে পড়ে নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অনেকে। বিস্ফোরণস্থলের ২০০ মিটার পূর্বে মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে দেখা যায় একটি লাকড়ির দোকানের টিনের চাল ভেদ করে অন্তত ৫০ কেজি ওজনের একটি লোহার টুকরো ভিতরে ঢুকে গেছে। এতে দোকানে থাকা মালিক মোহাম্মদ ইউসুফের আত্মীয় শামসুল আলম (৬২) নিহত হয়েছেন। তিনি সোনাইছড়ি ইউনিয়নের জাহানাবাদ এলাকার মোস্তফা হুজুরের বাড়ির বাসিন্দা। বিস্ফোরণস্থল থেকে অন্তত এক কিলোমিটার দূরের বাদশা সওদাগর বাড়ির বাসিন্দা সাইদুল ইসলাম সায়েম জানান, ‘বিস্ফোরণের পর প্লান্টের একটি অংশ উড়ে এসে তার ঘরের টিনের চালে পড়েছে। যার ওজন ২০০ কেজির বেশি। এতে ভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও টিনের চাল ভেঙে গেছে।’ ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী সিদ্দিকুর রহমান জানান, তিনি বিস্ফোরণস্থল থেকে ২০০ মিটার দূরে ছিলেন। বিস্ফোরণের পর তিনি প্রায় ৫ মিনিট ঠিকমতো কানে শুনতে পাচ্ছিলেন না। পরে ধীরে ধীরে সেটি স্বাভাবিক হয়। বিস্ফোরণস্থলে সরেজমিনে দেখা গেছে, বিস্ফোরণে অন্তত ২০০ মিটার পর্যন্ত টিনশেড কারখানা বাড়ির ছাদ উড়ে গেছে। আশপাশের বৈদ্যুতিক খুঁটির তারগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ছাড়া পুরনো পাকা বাড়িগুলোর জানালা, সানসেট ও ছাদের কিছু অংশ ভেঙে গেছে। বিস্ফোরণের শব্দে আশপাশের ২ কিলোমিটার এলাকা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর