সীতাকুণ্ডে সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের প্লান্টের বিস্ফোরণের কারণে এর বিভিন্ন অংশ এক কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে পড়েছে। এতে আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একজন প্লান্টের লোহার টুকরো গায়ে পড়ে নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অনেকে। বিস্ফোরণস্থলের ২০০ মিটার পূর্বে মহাসড়কের পশ্চিম পাশে গিয়ে দেখা যায় একটি লাকড়ির দোকানের টিনের চাল ভেদ করে অন্তত ৫০ কেজি ওজনের একটি লোহার টুকরো ভিতরে ঢুকে গেছে। এতে দোকানে থাকা মালিক মোহাম্মদ ইউসুফের আত্মীয় শামসুল আলম (৬২) নিহত হয়েছেন। তিনি সোনাইছড়ি ইউনিয়নের জাহানাবাদ এলাকার মোস্তফা হুজুরের বাড়ির বাসিন্দা। বিস্ফোরণস্থল থেকে অন্তত এক কিলোমিটার দূরের বাদশা সওদাগর বাড়ির বাসিন্দা সাইদুল ইসলাম সায়েম জানান, ‘বিস্ফোরণের পর প্লান্টের একটি অংশ উড়ে এসে তার ঘরের টিনের চালে পড়েছে। যার ওজন ২০০ কেজির বেশি। এতে ভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও টিনের চাল ভেঙে গেছে।’ ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী সিদ্দিকুর রহমান জানান, তিনি বিস্ফোরণস্থল থেকে ২০০ মিটার দূরে ছিলেন। বিস্ফোরণের পর তিনি প্রায় ৫ মিনিট ঠিকমতো কানে শুনতে পাচ্ছিলেন না। পরে ধীরে ধীরে সেটি স্বাভাবিক হয়। বিস্ফোরণস্থলে সরেজমিনে দেখা গেছে, বিস্ফোরণে অন্তত ২০০ মিটার পর্যন্ত টিনশেড কারখানা বাড়ির ছাদ উড়ে গেছে। আশপাশের বৈদ্যুতিক খুঁটির তারগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ছাড়া পুরনো পাকা বাড়িগুলোর জানালা, সানসেট ও ছাদের কিছু অংশ ভেঙে গেছে। বিস্ফোরণের শব্দে আশপাশের ২ কিলোমিটার এলাকা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে।
শিরোনাম
- কিছু দল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা নিতে তৎপর : প্রিন্স
- বগুড়ায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক পরামর্শ সভা
- ছাত্রদল শহীদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে : রাকিব
- হবিগঞ্জে ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
- চুয়েটে ছাত্রদলের কমিটিতে থাকা নয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১
- মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিল বাংলাদেশ
- অতিরিক্ত সচিবসহ তিনজন ওএসডি
- রংপুরে বেড়েছে চালের দাম
- টাঙ্গাইলে ১৫শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
- টাঙ্গাইলে এসইএফ-এর উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
- নির্বাচনের প্রস্তুতি নিতে বলার পরই সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু : ফারুক
- আশ্রয়কেন্দ্রে হাসিনা বেগমের বোবাকান্না
- বিএনপি কোনো গুম-হত্যা-সন্ত্রাস প্রশ্রয় দেবে না : দুলু
- নরওয়ের কাছে ২.৬ বিলিয়ন ডলারের হেলিকপ্টার বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- ‘নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বদ্ধপরিকর সরকার’
- নোয়াখালীতে ধীরগতিতে নামছে পানি, কয়েকটি গ্রামে বেড়েছে পানি
- লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : ডিএমপি
- চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা ফাহিমকে বহিষ্কার, আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান
- সম্পূর্ণ সত্য বললে চৌধুরী মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে : ট্রাইব্যুনাল