জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, খুন-গুমের মাধ্যামে মানুষের বাঁচার অধিকার হরণ করা হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আগামী দিনে অনেক বড় সংগ্রাম, সে সংগ্রামে জিততে হবে। তিনি বলেন, দেশের শ্রমিকরা এখনো অনেকটা কৃতদাসের মতো। কৃতদাসদের যেমন বাঁচিয়ে রাখা হতো শুধু কাজ করার জন্য, অনেকটা যেন সেভাবেই আমাদের শ্রমিকদের বাঁচিয়ে রাখা হচ্ছে। এই কৃতদাসত্ব থেকে শ্রমিকদের রক্ষা করতে হবে। মে দিবস উপলক্ষে সোমবার জাতীয় পার্টির বনানীর কার্যালয় মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রমিক পার্টির সভাপতি এ কে এম আশরাফুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, শ্রমিক পার্টির আব্বাস আলী ম ল, মোয়াজ্জেম হোসেন, আবদুস সাত্তার, তোফাজ্জেল হোসেন তোফা, মিনহাজ আবেদীন বিশাল, আবদুল মান্নান মিলন, ফজর আলী জাকির, শামীম শেখ।
রাজধানীতে জাপার গণমিছিল : এদিকে মে দিবস উপলক্ষে রাজধানীতে গণমিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টি।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার উদ্যেগে সোমবার বিকালে শ্যামপুরের জুরাইনে গণমিছিল ও সমাবেশের আয়োজন করে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি। মিছিলটি জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনের সড়ক থেকে শুরু হয়ে ধোলাইরপাড় মোড় ঘুরে জুরাইন রেলগেট চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্যামপুর থানার সভাপতি কাউসার আহমেদ। বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সারফুদ্দিন আহমেদ শিপু, সুজন দে প্রমুখ।