মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

মিয়ানমারের আগ্রহ বেড়েছে প্রত্যাবাসনে

মে. জে. (অব.) আবদুর রশিদ

কূটনৈতিক প্রতিবেদক

মিয়ানমারের আগ্রহ বেড়েছে প্রত্যাবাসনে

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ মনে করেন, কয়েকটি কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের আগ্রহ বেড়েছে। এই আগ্রহ কাজে লাগিয়েই বাংলাদেশকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, এবার রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী। কারণ রোহিঙ্গা সমস্যা একটি ভূরাজনৈতিক সমীকরণ। বর্তমানে মিয়ানমারকে যে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থায় দেখতে পাচ্ছি তাতে মিয়ানমার রাষ্ট্রের অখণ্ডতা ও জাতিগত সংহতি চরম ঝুঁকির মুখে। এখন তাদের রাষ্ট্রকে ঝুঁকিমুক্ত করতে হলে রোহিঙ্গা সমস্যার সমাধান করেই করতে হবে। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশ ও মিয়ানমারের কারণে তৈরি হয়নি। এই সংকট তৈরির পেছনে আরও পক্ষ জড়িত রয়েছে। সেসব পক্ষ যে কারণে এই সংকট তৈরি করেছে, তা যদি পূরণ না হয় তাহলে তারা সংকট সমাধানেও ভূমিকা নেবে না। মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, এখন প্রত্যাবাসনের ক্ষেত্রে তৃতীয় পক্ষ অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সহযোগিতা প্রয়োজন। রোহিঙ্গাদের আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগও করতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে যত বেশি আন্তর্জাতিক সম্প্রদায়কে সমস্যা সমাধানের পক্ষে সক্রিয় রাখা যাবে, তত বেশি সমস্যা সমাধানের সুযোগ তৈরি হবে। এবারের সুযোগ কাজে লাগাতে হবে।

 

সর্বশেষ খবর