প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা পেয়েছে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা করদাতার ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের হিসাব বিভাগের প্রধান ফুয়াদ হাসান। এই গ্রুপের অধীনে রয়েছে বাংলা দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’, ‘কালের কণ্ঠ’, ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি সান’, টেলিভিশন চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’, ‘টি-স্পোর্টস’, অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজ টোয়েন্টিফোরডটকম’ ও ‘রেডিও ক্যাপিটাল’। ২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিচ্ছে এনবিআর। এবার ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দিল এনবিআর। পুরষ্কার প্রাপ্তদের মধ্যে একক ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড.
মো. খায়েরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে কর কাঠামোটি পরিবর্তন হয়ে যাচ্ছে। কাস্টমসের ওপর নির্ভরতা কমিয়ে এখন আয়করের দিকে নির্ভরতার জায়গা তৈরি হয়েছে। আমরা কর দেওয়া সহজ করে যাচ্ছি। অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, রাজস্ব খাতের সংস্কার করতে পারলে ২০২৬ সালের মধ্যে এক কোটি প্রত্যক্ষ করদাতা পাওয়া যাবে। অনুষ্ঠানে এনবিআর সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগের সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে তিনজন সর্বোচ্চ করদাতা, দুজন দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী এবং একজন করে নারী ও তরুণ করদাতাকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া জেলা পর্যায়ে বিভিন্ন কর অঞ্চলে ৫২৫ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। ট্যাক্স কার্ডপ্রাপ্তরা বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পাবেন। যেমন বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার সেবা, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, নিজ ও পরিবার চিকিৎসায় হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যা সুবিধা পাবেন।
শিরোনাম
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
সেরা করদাতার সম্মাননা পেল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর