প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা পেয়েছে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা করদাতার ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের হিসাব বিভাগের প্রধান ফুয়াদ হাসান। এই গ্রুপের অধীনে রয়েছে বাংলা দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’, ‘কালের কণ্ঠ’, ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি সান’, টেলিভিশন চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’, ‘টি-স্পোর্টস’, অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজ টোয়েন্টিফোরডটকম’ ও ‘রেডিও ক্যাপিটাল’। ২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিচ্ছে এনবিআর। এবার ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দিল এনবিআর। পুরষ্কার প্রাপ্তদের মধ্যে একক ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড.
মো. খায়েরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে কর কাঠামোটি পরিবর্তন হয়ে যাচ্ছে। কাস্টমসের ওপর নির্ভরতা কমিয়ে এখন আয়করের দিকে নির্ভরতার জায়গা তৈরি হয়েছে। আমরা কর দেওয়া সহজ করে যাচ্ছি। অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, রাজস্ব খাতের সংস্কার করতে পারলে ২০২৬ সালের মধ্যে এক কোটি প্রত্যক্ষ করদাতা পাওয়া যাবে। অনুষ্ঠানে এনবিআর সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগের সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে তিনজন সর্বোচ্চ করদাতা, দুজন দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী এবং একজন করে নারী ও তরুণ করদাতাকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া জেলা পর্যায়ে বিভিন্ন কর অঞ্চলে ৫২৫ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। ট্যাক্স কার্ডপ্রাপ্তরা বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পাবেন। যেমন বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার সেবা, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, নিজ ও পরিবার চিকিৎসায় হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যা সুবিধা পাবেন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
সেরা করদাতার সম্মাননা পেল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর