প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা পেয়েছে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেরা করদাতার ট্যাক্স কার্ড ও সম্মাননা তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের হিসাব বিভাগের প্রধান ফুয়াদ হাসান। এই গ্রুপের অধীনে রয়েছে বাংলা দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’, ‘কালের কণ্ঠ’, ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি সান’, টেলিভিশন চ্যানেল ‘নিউজ টোয়েন্টিফোর’, ‘টি-স্পোর্টস’, অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজ টোয়েন্টিফোরডটকম’ ও ‘রেডিও ক্যাপিটাল’। ২০১৬ সাল থেকে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিচ্ছে এনবিআর। এবার ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দিল এনবিআর। পুরষ্কার প্রাপ্তদের মধ্যে একক ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড.
মো. খায়েরুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে কর কাঠামোটি পরিবর্তন হয়ে যাচ্ছে। কাস্টমসের ওপর নির্ভরতা কমিয়ে এখন আয়করের দিকে নির্ভরতার জায়গা তৈরি হয়েছে। আমরা কর দেওয়া সহজ করে যাচ্ছি। অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, রাজস্ব খাতের সংস্কার করতে পারলে ২০২৬ সালের মধ্যে এক কোটি প্রত্যক্ষ করদাতা পাওয়া যাবে। অনুষ্ঠানে এনবিআর সদস্য সৈয়দ মোহাম্মদ আবু দাউদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা বিভাগের সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে তিনজন সর্বোচ্চ করদাতা, দুজন দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী এবং একজন করে নারী ও তরুণ করদাতাকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া জেলা পর্যায়ে বিভিন্ন কর অঞ্চলে ৫২৫ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। ট্যাক্স কার্ডপ্রাপ্তরা বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা পাবেন। যেমন বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার সেবা, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, নিজ ও পরিবার চিকিৎসায় হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যা সুবিধা পাবেন।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
সেরা করদাতার সম্মাননা পেল ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
তারেক রহমানের ভিশনারি নেতৃত্বে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠিত হবে : মীর হেলাল
১৭ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন
শিল্পখাতের নিরাপত্তা চর্চা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
২৬ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন