স্ত্রীর ভারতীয় শাড়ি আগুনে পুড়িয়ে দেশটির আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে ‘ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে ফেলে আগুনে পুড়ে’ এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জেনারেল ডক্টরস সোসাইটি আয়োজিত ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শীর্ষক সভায় এ প্রতিবাদ জানিয়ে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারকে উৎসাহিত করার ডাক দেন রিজভী আহমেদ। সে সময় তিনি ব্যাগ থেকে একটি লাল শাড়ি বের করে বলেন, এটি ভারতীয় শাড়ি। এটি আমার স্ত্রীর। তিনি নিজেই আমাকে দিয়েছেন। আমি এই শাড়িটি আপনাদের সামনে ছুড়ে দিচ্ছি। এরপর তিনি ওই শাড়িটি মঞ্চের সামনের রাস্তায় ফেলে দেন এবং দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে বলেন, এটা পুড়িয়ে দাও, আগুন ধরিয়ে দাও। পরে কর্মীরা তার নির্দেশে শাড়িতে অগ্নিসংযোগ করে সেটি পুড়িয়ে দেন। এ সময় রিজভী আহমেদ বলেন, যেহেতু তারা (ভারতীয়) আমাদের পতাকাকে অসম্মান করেছে, সেহেতু আমরা তাদের পণ্য বয়কট করব। তবে তারা আমাদের অসম্মান করলেও আমরা তাদের পতাকার প্রতি সম্মান দেখাব। রিজভী আহমেদ বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও মাথা নত করব না। যে শেখ হাসিনা গুম, খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে তাকে ভারত পছন্দ করে। কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না। বিএনপির এই মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বাধীনতা চায় এমন ভারতীয় অনেক জাতিকে দেশটির সরকার পদানত করে রেখেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা করতে আসবেন না। কারণ ভারত যা বলবে তাই শুনবে- এমনটা শেখ হাসিনার মতো দু-একজন থাকতে পারে। কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ এর বিপক্ষে।
শিরোনাম
- আওয়ামী রাজনীতি থেকে পরিত্রাণের উপায়
- নির্বাচন নিয়ে কোনো টালবাহানা বরদাশত করা হবে না : তৃপ্তি
- যারা ভোট চান না তাদের দল করার দরকার কী, প্রশ্ন আমীর খসরুর
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের যুবাদের সিরিজ জয়
- ৫৩ বছরে থেমে গেল ফিশ ভেঙ্কটের জীবন
- সুন্দরবনে ট্রলারসহ হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার
- শাহজালাল বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজন আটক
- শাবিপ্রবিতে শহিদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল
- কুমিল্লায় লাইনচ্যুত পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন
- ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
- বাগেরহাটে ৯ জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ
- নড়াইলে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ২০
- শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ
- বগুড়ার যুবলীগ নেতা আমিনুল ঢাকায় গ্রেফতার
- ‘আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে ফ্যাসিবাদ যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়’
- 'সরকার গঠন করলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত হতাহতদের পুনর্বাসন'
- জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- জুলাই গণঅভ্যুত্থানে তিন শহীদ স্মরণে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি
- সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৭৬১ জন
- নীলফামারীতে চার শহিদের নামে চার গাছ রোপণ
ভারতীয় শাড়িতে আগুন রিজভীর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর