নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অফিসের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল উপজেলার মাহমুদপুর এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১২ জন জড়িত বলে অভিযোগ নিহতের ছেলের। অভিযুক্তরা সবাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সহঅর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী। নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল জানান, সকালে ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার ও তার ছেলে খোকন, রাসেল এবং বেনু হাজির ছেলে আলম ও সাদ্দামসহ আরও ছয় থেকে সাতজন তার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করেন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্টের পর বিএনপির অফিস স্থাপনের জন্য জাহাঙ্গীরের কাছ থেকে কক্ষ ভাড়া নেন তোতা মেম্বার। অফিসটি স্থানীয়দের কাছে বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমনের অফিস হিসেবে পরিচিত ছিল। গতকাল অফিসের বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে তা দিতে অপারগতা প্রকাশ করেন তোতা মেম্বার। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে কার্যালয়ে নিয়ে মারধর করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, জাহাঙ্গীর সকালে ভাড়া চাইতে গেলে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে জানতে বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।