৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:২৭

সচেতনতার মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে ভূমিকা রাখতে হবে

প্রেস বিজ্ঞপ্তি

সচেতনতার মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে ভূমিকা রাখতে হবে

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। শনিবার বেলা ১১টায় রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অর্কিড সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের বিষয় ‘আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা, মাদকনির্ভরশীল ব্যক্তি এবং আত্মহত্যার উচ্চ ঝুঁকি’।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সিলর মোছা. জান্নাতুল ফেরদৌস মজুমদার। মূল আলোচক ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের মনোচিকিৎসক বিশেষজ্ঞ ডা. মো. রাহেনুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য এবং ওয়শ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর