শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খানের দূরদর্শী নেতৃত্ব আর প্রতিষ্ঠাকালীন উপাচার্য আমিনুল ইসলামের বিচক্ষণতায় শুরু থেকেই প্রযুক্তিভিত্তিক কার্যক্রমের সংশ্লিষ্টতা এবং তরুণ উদ্যোক্তা সৃষ্টির পৃষ্ঠপোষকতাই বিশ্ববিদ্যালয়টিকে আজ সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের একটিতে পরিণত করতে সক্ষম হয়েছে। ‘ব্লেনডেড লার্নিং’ শিক্ষাব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে এরই মধ্যে অনলাইন শিক্ষায় বাংলাদেশে রোল মডেল হওয়ার গৌরব অর্জন করেছে। প্রায় ৬০ একর জায়গার ওপর তৈরি করা হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। ঢাকার অদূরে ছায়াঘেরা, পাখির কলকাকলিতে মুখরিত ছায়া সুনিবিড় শান্তিময় সবুজ পরিবেশে আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস। এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। অতিসম্প্রতি তথ্যপ্রযুক্তির অলিম্পিক-খ্যাত বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজিতে (ডব্লিউসিআইটি-২০২১) ‘ই-এডুকেশন অ্যান্ড লার্নিং’ এ ‘গ্লোবাল আইসিটি এক্সসেলেন্স অ্যাওয়ার্ড’ পাওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের থাকা, খাওয়ার পরিবেশের গুরুত্বও কম নয়। শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে আন্তর্জাতিক মানের হোস্টেল সুবিধা। শিক্ষাবান্ধব পরিবেশ, মানসম্পন্ন খাবার, ইন্টারনেট, ওয়াইফাই, শক্তিশালী নিরাপত্তাব্যবস্থাসহ বর্তমানে প্রায় ১০, ০০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে এ বিশ্বদ্যালয়ে। মহামারির এই সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্প্রিং-২০২১ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ২২ কোটি টাকার প্রণোদনা প্রদান করেছে। শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তুলতে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার’ (সিডিসি) বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একটি সুসম্পর্ক এবং সেতুবন্ধন তৈরির মাধ্যমে প্রতিনিয়ত শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধাকে জাগ্রত করার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইনোভেশন ল্যাব’ প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্বের ৫০০টিরও অধিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এ বিশ্ববিদ্যালয়টি। বিদেশি শিক্ষার্থীদের পদচারণেও মুখরিত হয়ে উঠেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আঙিনা। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০০-এর অধিক শিক্ষার্থী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে নিয়মিত জার্নাল প্রকাশিত হচ্ছে। শিক্ষক- শিক্ষার্থীদের গবেষণাকর্মে আরও বেশি উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ে রয়েছে রিসার্চ ডিভিশন এবং রিসার্চ ফান্ড। করোনায় অনলাইন প্ল্যাটফরম ‘ব্লেনডেড লার্নিং সেন্টারের (বিএলসি)’ সর্বোচ্চ সুবিধা উপভোগ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিরোনাম
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম ছড়িয়েছে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রায় ৪০ হাজার গ্র্যাজুয়েট এরই মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছেন, যারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখছেন...
মো. আনোয়ার হাবিব কাজল
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর