বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

দেশেই তৈরি হচ্ছে ড্রাইভ চেইন

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

দেশেই তৈরি হচ্ছে ড্রাইভ চেইন

বাংলাদেশের একমাত্র ড্রাইভ চেইন উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কিউভিসি বিডি লিমিটেড’। বৈদেশিক মুদ্রা বাঁচাতে এবং টেকসই, সাশ্রয়ী ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশে ড্রাইভ চেইনের বিপুল বাজার রয়েছে। এর আগে পুরোটাই বিদেশ থেকে আমদানি করে চাহিদা পূরণ করা হতো। বর্তমানে কিউভিসি চাহিদার মাত্র ২ ভাগ পূরণ করতে পারছে। তবে সরকারের সব রকম সহযোগিতা পেলে দেশের সব ধরনের ড্রাইভ চেইনের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। নিজ উদ্যোগ, সততা, নিয়মানুবর্তিতা আর দৃঢ় মনোবল নিয়ে এই শিল্পে চ্যালেঞ্জিং বিনিয়োগে সফলতা পাওয়া কিউভিসি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম সামসুজ্জামান (জামান) এমন কথাই বললেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরিরত থাকাকালীন বিদেশে পাড়ি দেন এ টি এম সামসুজ্জামান। তারপর দেশে ফিরে বাবার ইচ্ছাতেই দিনাজপুর শহরে বাবা মৃত মহসিন উদ্দিন আহমেদের ঐতিহ্যে লালন করা মোটরসাইকেলের ডিলারশিপ ব্যবসা এবং ডিস্ট্রিবিউশনের সেই ব্যবসাটিকেই বেছে নেন তিনি। স্বপ্ন দেখেন এটিকে কীভাবে সম্প্রসারিত করার পাশাপাশি দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করা যায়। ২০১৩ সালে দিনাজপুর সদরের সুন্দরবন ইউপির রামডুবি এলাকার বিরানভূমিতে স্থাপন করেন বাংলাদেশের একমাত্র ড্রাইভ চেইন কারখানা। কারখানা এলাকা পরিবেশবান্ধব করে গড়ার পাশাপাশি ৫০ সিসি থেকে ১৫০ সিসির মোটরসাইকেলের ড্রাইভ চেইন তৈরির উৎপাদন কার্যক্রম ২০১৪ সালে শুরু করেন। যাত্রা শুরুর এক বছরের মধ্যেই দেশের স্বনামধন্য একটি মোটরসাইকেল ব্র্যান্ডের সম্পূর্ণ চাহিদা মিটিয়ে বর্তমানে দেশ-বিদেশের যে কোনো মোটরসাইকেল ব্র্যান্ডের চেইনের চাহিদা মিটাতে সক্ষম এ উদ্যোক্তার প্রতিষ্ঠান ‘কিউভিসি’।

সর্বশেষ খবর