অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাসের খান জানজুয়াকে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান সরকার। তিনি সরতাজ আজিজের স্থলাভিষিক্ত হন। জানজুয়াকে নতুন জাতীয় নিরাপত্তা হিসেবে নিয়োগের বিষয়ে গতকালই একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান হিসেবে অবসর নিয়েছেন নাসের খান জানজুয়া। সাউদার্ন কমান্ড বেলুচিস্তান প্রদেশের কুয়েত্তাভিত্তিক।
এদিকে, ৮৬ বছর বয়সী সরতাজ আজিজ এখন পররাষ্ট বিষয়ের উপর তার দৃষ্টি নিবন্ধ করবেন। খবর পিটিআই'র
বিডি/২৩ অক্টোবর ২০১৫/শরীফ