যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রাত ১১টার কিছুক্ষণ আগে গুলির এই ঘটনা ঘটে।
জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে গোলাগুলির এই ঘটনা ঘটে বলে জনিয়েছে ন্যাশভিল মেট্রোপলিটন পুলিশ।
তবে ওই গোলাগুলির ঘটনায় ছাত্ররা জড়িত কিনা এ ব্যাপারে পুলিশ কোনোকিছু বলেনি। এমন কী সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়েছে কিনা তাও পরিষ্কার নয়।
তবে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, গুলিতে যে নিহত হয়েছেন সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়।
মেট্রো ন্যাশভিল জরুরি যোগাযোগ কেন্দ্রের অপারেশন সুপারভাইজার তানিয়া স্টোন বলেন, গুলিবিদ্ধ তিন ব্যক্তিকে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একজনের মৃতু হয়।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৫/মাহবুব