ইরাক যুদ্ধের দীর্ঘ ১২ বছর পর ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তিনি বলেছেন, ‘ইরাক যুদ্ধ ভুল ছিল।’ আর এজন্য তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে এও বলেছেন, ইরাক যুদ্ধের ভুলের কারণেই জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জন্ম হয়েছে। খবর ডেইলি মেইলের।
খবরে বলা হয়, একটি টেলিভিশন সাক্ষাৎকারে শনিবার টনি ব্লেয়ার বলেছেন, ‘ইরাকে আইএসের উত্থানের জন্য আংশিকভাবে আমিও দায়ী।’ ইরাককে নরকে পরিণত করার জন্য টনি ব্লেয়ার ও জর্জ বুশের ভুল সিদ্ধান্ত দায়ী- এমন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি আজ রবিবার প্রচারিত হওয়ার কথা রয়েছে।
সাক্ষাৎকারে ব্লেয়ার বলেন, ইরাক যুদ্ধ ‘যুদ্ধাপরাধের পর্যায়ে’ পড়ে। তবে এ জন্য তিনি দায়ী নন বলে দাবি করেন।
সিএনএনে একটি সাক্ষাৎকারে খোলামেলাভাবে ব্লেয়ারকে জিজ্ঞাসা করা হয়, ‘ইরাক যুদ্ধ কি ভুল ছিল?’ উত্তরে ব্লেয়ার বলেন, ‘এই ঘটনার জন্য আমি ক্ষমা চাইছি, যেসব গোয়েন্দা তথ্য আমরা পেয়েছিলাম, তা ভুল ছিল। আরো দুঃখ প্রকাশ করছি, আমাদের পরিকল্পনায় কিছু ভুল ছিল। আমাদের বুঝতে ভুল হয়েছিল, ইরাকি শাসনের পতন হলে কী পরিণতি হতে পারে- সে বিষয়ে।’
‘আইএসের উত্থানের পেছনে ইরাক যুদ্ধই মূল কারণ’- এমন প্রশ্নের জবাবে ব্লেয়ার বলেন, ‘আমি মনে করি, এর মধ্যে সত্যের উপাদান তো আছেই। আমরা যারা ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করেছিলাম, আপনি বলতে বলতে পারেন না, ২০১৫ সালের ইরাকের জন্য তাদের কোনো দায় নেই।’
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্রডকাস্টার শনিবার টিভি ট্রায়ালে ব্লেয়ারকে ইরাক যুদ্ধে বুশের ক্রীড়নক হওয়ার জন্য সরাসরি অভিযোগ করেন। আর সেই অভিযোগের পক্ষেই কথা বলেন তিনি। এর মাত্র সপ্তাহখানেক আগে দ্য মেইল হোয়াইট হাউসের একটি নথির প্রমাণ দিয়ে খবর প্রকাশ করে, ইরাক যুদ্ধের এক বছর আগে ২০০২ সালে বুশ ও ব্লেয়ার ইরাকে আগ্রাসন চালিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পরিকল্পনা করেন।
টনি ব্লেয়ার তার ভুল বুঝতে পারলেও বুশ এ বিষয়ে কোনো কথা বলতেই রাজি নন। তবে যেহেতু ব্লেয়ার তার দায় নিয়েছেন, একদিন বুশকেও তা নিতে হবে।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৫/মাহবুব