মুম্বাইয়ের গুরগাঁওতে পাকিস্তানি থিয়েটার দলের নাটক চলাকালীন একেবারে মঞ্চে উঠে তাণ্ডব চালালো শিবসেনার সমর্থকরা।
শনিবার রাতে গুরগাঁওতে সেক্টর ২৯ এর একটি ওপেন এয়ার থিয়েটারে নাটক করছিলেন সাতজন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী। সে সময় আচমকা মঞ্চে উঠে বিক্ষোভ দেখাতে শুরু করে কয়েকজন যুবক। নিজেদের শিবসেনার কর্মী বলে দাবি করে পাকিস্তান বিরোধী স্লোগান দিতে থাকে তারা। মঞ্চে রাখা একটি পাকিস্তানি পতাকাকেও তারা নীচে ফেলে দেয় বলে অভিযোগ। যদিও পরিস্থিতি সামাল দিতে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। তারাই উপস্থিত দর্শকদের সহযোগিতায় বিক্ষোভকারীদের ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যায়। বিক্ষোভের ফলে প্রায় ১০ মিনিট অনুষ্ঠান বন্ধ রাখা হয়। যদিও পরে লাহোরের মাস ফাউন্ডেশন শিল্পীদের ওই নাটক ফের মঞ্চস্থ হয়।
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিবার চার শিবসেনা সদস্যকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৫১ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিন গুরগাঁও পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) দীপক শাহরান জানিয়েছেন, গুরগাঁও পুরসভার জনসংযোগ আধিকারিক সতবীর রোহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমরা চারজনকে গ্রেফতার করেছি।
ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালানোর অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কড়া মনোভাব নিয়েছে ভারতের এই কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দলটি। তাদের বিরোধীতার কারনেই চলতি মাসের গোড়ায় মুম্বাইয়ে পাকিস্তানি গায়ক গুলাম আলির কনসার্ট বাতিল করা হয়েছে, পাক সাবেক পররাষ্ট্রমন্ত্রী কাসুরির বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠানের উদ্যোক্তার মুখে কালি লেপে দেওয়া হয়েছিল। গত রবিবারই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি শশাঙ্ক মনোহরের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি শাহরিয়ার খানের মধ্যে বৈঠক ভেস্তে দিতে মুম্বাইতে অবস্থিত বিসিসিআই-এর কার্যালয়ে গিয়ে তান্ডব চালায় শিবসেনা।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৫/ এস আহমেদ