ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাবাহিনীর হামলায় সৌদি আরবের আরো একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। তায়িজ প্রদেশের কাছে জাহাজটি ধ্বংসের ঘটনা ঘটে।
জাহাজটি থেকে নিয়মিতভাবে ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে গোলা বর্ষণ করা হতো। ইয়েমেনের সেনারা রবিবার জাহাজটিতে হামলা চালায়। খবরে বলা হয়, ইয়েমেনি সেনাদের রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরে তা ডুবে যায়। এ ঘটনার পর সৌদি জঙ্গিবিমান ও যুদ্ধাজাহাজ থেকে উপকূলীয় মুখা জেলায় কয়েক দফা বোমা হামলা চালানো হয়।
এদিকে, দারিদ্রপীড়িত ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরবের জঙ্গিবিমানগুলো হামলা অব্যাহত রেখেছে। সর্বেশেষ সানা প্রদেশে সৌদি আরবের এক হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। এর মধ্যে তিনটি শিশু রয়েছে। এ প্রদেশে একটি খাবার তৈরির কারাখানা ধ্বংস হয়েছে। এছাড়া, সা’দা প্রদেশের বিভিন্ন এলাকায় গতকাল সৌদি বিমান থেকে বোমা হামলা চালানো হলে অন্তত পাঁচজন নিহত ও একটি ব্রিজ ধ্বংস হয়।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/শরীফ