মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার প্রেসিডেন্ট হতে চলেছেন একজন কৌতুক অভিনেতা। তার নাম জিমি মোরালেস। ঠিক যেন উড়ে এসে জুড়ে বসা। কোন অভিজ্ঞতা ছাড়া মাত্র মাস দুয়েক আগে রাজনীতিতে নেমে দেশের সর্বোচ্চ আসনে বসতে যাচ্ছেন জিমি। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েই গুয়াতেমালার জনগনের মন কেড়ে নেন টেলিভিশনের এ কৌতুক অভিনেতা।
প্রায় ৭০ শতাংশ ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, জিমি মোরালেস পেয়েছেন ৭২ দশমিক ৪ শতাংশ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সান্দ্রা টোরেস পেয়েছেন ২৭ দশমিক ৬ শতাংশ ভোট। যেহেতু জয়ের জন্য প্রয়োজনীয় ভোট নিশ্চিত হয়ে গেছে, সেহেতু নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন মোরালেস। জয় উদ্যাপন শুরু করেছে তার দল ন্যাশনাল কনভারজেন্স ফ্রন্ট (এফসিএন)। এবিসি ও আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে একমাত্র প্রতিদ্বন্দ্বী সান্দ্রা টোরেস পরাজয় মেনে নিয়ে মোরালেসকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৫/ এস আহমেদ