'আবদুল কালাম সেবা রত্ম অ্যাওয়ার্ডস' প্রদান করবেন তিব্বতের অ্যাত্মাতিক নেতা দালাই লামা। আগামী ৯ নভেম্বর প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। 'পিপলস প্রেসিডেন্ট'খ্যাত ভারতের প্রয়াত প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামের নামে এই অ্যাওয়ার্ডসটি চালু করা হয়। ভারতজুড়ে বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে অ্যাওয়ার্ডসটি প্রদান করা হবে। 'আবদুল কালাম'স ভিসন ইন্ডিয়া মুভমেন্ট' নামে একটি জাতীয় আন্দোলন অ্যাওয়ার্ডসটি চালু করে।
খবর দ্য হিন্দুর
পুরস্কারটির জন্য ইতোমধ্যে ১০ লাখের মতো ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করা হয়েছে। শুধু বৃক্ষরোপণ ক্যাটাগরির জন্যই সাত লাখের বেশি নাম জমা পড়েছে। নিরাপদ পানি সরবরাহ, গ্রীন ক্যাম্পাস, শহর ও গ্রাম সৃষ্টিসহ বিভিন্ন ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ডস প্রদান করা হবে। এন্ট্রিএপিজে আবদুল কালামের সাবেক উপদেষ্টা ভি পনরাজ একথা জানিয়েছেন।
উল্লেখ্য, এপিজে আবদুল কালাম চলতি বছরের ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
বিডি-প্রতিদিন /২৯ অক্টোবর ২০১৫/শরীফ