রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে আরো প্রায় ৪,০০০ সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকায় পশ্চিমা সেনা মোতায়েনের সংখ্যা অনেক বেড়ে যাবে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দৈনিকটির খবরে বলা হয়, পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়াতে ৮০০ থেকে ১,০০০ সেনা মোতায়েন করা করা হবে। এ ছাড়া অন্যান্য দেশে মোতায়েন হবে অবশিষ্ট ৩,০০০ সেনা।
মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সেনা উপস্থিতির মাধ্যমে একটি বার্তা দেয়া হবে। যুক্তরাষ্ট্র যুদ্ধ উস্কে দিচ্ছে না দাবি করে এক পদস্থ মার্কিন সেনা কর্মকর্তা বলেন, 'ইউরোপে যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিষয়টি যেন পুতিন বুঝতে পারেন সেজন্য এ ব্যবস্থা। ইউরোপে সামরিক দিক দিয়ে দেশটি যে শক্ত অবস্থানে রয়েছে তা পুতিনকে জানানো হবে নতুন করে সেনা মোতায়েনের উদ্দেশ্য।'
পূর্ব ইউরোপে রাশিয়া সামরিক মহড়া চালানোর পরই নতুন করে সেনা মোতায়েনের এ ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে। সেইসঙ্গে সিরিয়া সংকট নিয়েও পশ্চিমাদের সঙ্গে বিরোধ চরমে পৌঁছেছে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/শরীফ