ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন দেশটিতে ফিরতে চান। পুলিশের কাছে আত্মসমর্পণ করেননি এবং জিম্বাবুয়ে যেতে চান না বলেও তিনি বালিতে সাংবাদিকদের কাছে দাবি করেছেন। খবর পিটিআই'র
হত্যা, চাঁদাবাজি ও মাদক পাচারসহ ৭৫টির বেশি মামলায় ওয়ান্টেড তালিকায় থাকা রাজেন্দ্র সাদাশিব নিখালজি ওরফে ছোটা রাজন ২৫ অক্টোবর ইন্দোনেশিয়ার বালির দেনপাশার বিমানবন্দরে গ্রেফতার হন। অস্ট্রেলিয়ান পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে ইন্দোনেশিয়ার পুলিশ তাকে গ্রেফতার করে। মোহন কুমার পরিচয় দিয়ে তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বালিতে ভ্রমণ করছিলেন। ইন্টারপোলের নোটিশের ভিত্তিতে অস্ট্রেলিয়ান পুলিশ রাজনের ব্যাপারে তথ্য সরবরাহ করে অজি পুলিশ।
জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে, ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে 'বিশেষ সমঝোতা'র ভিত্তিতেই আত্মসমর্পণ করেছেন ছোটা রাজন। আরেক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ব্যাপারে তথ্য পেতেই দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর 'বিশেষ পরিকল্পনায়' আত্মসমর্পণ করেন তিনি। এর প্রেক্ষিতেই সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি।
ছোটা রাজন বলেন, 'আমি কখনোই আত্মসমর্পণ করিনি। অামি ভারতে ফেরত যেতে চাই। জিম্বাবুয়ে যেতে চাই না।'
এদিকে, ছোটা রাজনকে নিজ দেশ ভারতে ফিরিয়ে আনতে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো তাদের একটি দলকে বালিতে পাঠানোর কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/শরীফ