সাইবার ক্রাইমের অন্যতম ভুক্তভোগী নারীরা। ফেসবুকে হরহামেশাই মেয়েদেরকে বিভিন্ন ধরনের হয়রানির মুখোমুখি হতে হয়। অনেক সময় ভুয়া অশ্লীল ছবি, ভিডিও ছড়িয়ে তাদেরকে হেনস্থা করা হয়। কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ফটোশপে মেয়েটির মাথা কেটে অন্য কোন নগ্ন নারীর শরীরে জোড়া দিয়ে আপলোড করার মতো ঘটনাও ঘটছে হরহামেশা। আবার ইনবক্সে বিভিন্ন ধরনের অশ্লীল বার্তা দিয়েও হয়রানি করা হয়। এ রকমই একটি ঘটনা এবার প্রাণ কেড়ে নিল একটি মেয়ের। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। খবর এনডিটিভি।
দশম শ্রেণির এক ছেলে শিক্ষার্থী এক মেয়েকে ইনবক্সে কুপ্রস্তাব দেয়ায় থানায় অভিযোগ করে ওই মেয়ের বাবা-মা। পুলিশ ওই শিক্ষার্থীকে থানায় ডেকে সতর্কও করে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থী তার মেয়ে বন্ধুর নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল বার্তা ও ছবি পোস্ট দেয়। সে ফটোশপে মেয়েটির অশ্লীল ছবি তৈরি করে পোস্ট করে।
পরে এ ঘটনা জানার পর ১৪ বছর বয়সী ওই কিশোরী সাত তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ২০ অক্টোবর ভারতের মুম্বাইয়ের মিরা রোডে এ ঘটনা ঘটেছে। ফেসবুকে অশ্লীল বার্তা ও ছবি পোস্টের কারণে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছে তার বাবা-মা। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ