নিম্নমুখী অর্থনীতির কারণে রাশিয়া আর বিশ্বের শক্তিধর দেশ নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাবেক সোভিয়েত ইউনিয়নের তুলনায় মস্কোর প্রভাব সীমিত হয়ে গেছে বলেও মন্তব্য করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের প্রেস সচিব জোশ আর্নেস্ট শুক্রবার সাংবাদিকদের বলেন, 'রাশিয়া এখন আর বিশ্বশক্তি নয়। গত কয়েক সপ্তাহের পর্যবেক্ষণে দেখা গেছে, রাশিয়ার অর্থনীতি নাজুক অবস্থায় রয়েছে। ভবিষ্যতে দেশটির অর্থনৈতিক পরিস্থিতির আরও অবনতি হতে পারে।'
রাশিয়া বর্তমানে বিশ্বের ১৫তম বৃহৎ অর্থনীতির দেশ। কোনো কোনো ক্ষেত্রে রাশিয়া স্পেনের চেয়েও পিছিয়ে আছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো সেই প্রভাব আর অর্থনৈতিক শক্তি রাশিয়ার নেই।
আর্নেস্ট বলেন, 'রাশিয়ার অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে। উল্লেখযোগ্যভাবে দেশটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।'
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৫/ এস আহমেদ