কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, জনতা দল ইউনাইটেড-এর মতো রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিহারের মহাজোটের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিহারের গোপালগঞ্জে এক নির্বাচনী প্রচারে গিয়ে মহাজোটের নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন ‘আমি যদি বাইরের মানুষ হই তবে সোনিয়া গান্ধী কি’?
মহাজোটের নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আক্রমণ করে তিনি বলেন ‘উনি আমাকে বলছেন মোদি বাইরের লোক। একজন প্রধানমন্ত্রী যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি কিভাবে বাইরের লোক হতে পারেন। আমি কি পাকিস্তানের প্রধানমন্ত্রী না কি বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী?
নাম না করে একসময় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে উদ্যেশ্য করে তিনি বলেন ‘আমি নীতিশ কুমারকে বলতে চাই, সোনিয়া দিল্লিতে বাস করেন, সেক্ষেত্রে আপনারা তাঁকে কি বলবেন? সোনিয়া কি বাইরের লোক নাকি বিহারি?’
উল্লেখ্য, বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে একাধিক জায়গায় প্রচারণা সারলেও সেখানে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকে বাছাই করেনি। বলা যেতে পারে বেশ কিছুটা পিছিয়ে আছে কেন্দ্রের শাসক দলটি। অন্যদিকে, তুলনামূলক ভাবে মহাজোট কিছুটা এগিয়ে। তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসতে পারেন নীতিশ কুমার।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৫/মাহবুব