চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত দিল্লির বিধানসভা নির্বাচনে প্রচারাভিযানের অংশ হিসেবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি 'সেলফি উয়িদ মোদি' নামে একটি ক্যাম্পেইন নিয়েছিল। এর লক্ষ্য ছিল যাতে দলের পক্ষে এর মাধ্যমে নির্বাচনে প্রভাব ফেলানো যায়। কিন্তু এটি বিজেপির জন্য আদৌ প্রত্যাশিত কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং উল্টো 'সেলফি উয়িদ মোদি' ক্যাম্পেইনে বিজেপিকে ১.৬ কোটি রুপি গচ্ছা দিতে হয়েছে। সেইসঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির কাছে বড় ব্যবধানে পরাজিত হয় বিজেপি। এ নির্বাচনে দেশটির নির্বাচন কমিশনে জমা দেয়া বিজেপির খরচ থেকে তা জানা যায়। খবর টাইমস অব ইন্ডিয়ার
দিল্লির বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন নির্বাচনী এলাকায় সাত পর্বে 'সেলফি উয়িদ মোদি' ক্যাম্পেইন পরিচালনা করে বিজেপি। এ লক্ষ্যে বিভিন্ন স্থানে সেলফি বুথ স্থাপন করা হয়েছিল যাতে করে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল ছবির সঙ্গে সেলফি তুলতে পারে। তবে যে প্রত্যাশা নিয়ে ক্যাম্পেইনটি শুরু করা হয়েছিল তা বাস্তবে তেমন সফল হয়নি। সাত পর্বের এই ক্যাম্পেইনে বিজেপিকে উক্ত পরিমাণ অর্থ খরচ করতে হয়। বিজেপির কেন্দ্রীয় হেডকোয়ার্টার থেকেই অবশ্য উক্ত অর্থ খরচের অনুমোদন ছিল।
এদিকে, দিল্লির বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ায় চলমান বিহার রাজ্যের নির্বাচনে ক্যাম্পেইনটি চালায়নি বিজেপি।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/শরীফ