চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ১০ মাসের ৩০২ দিনে আমেরিকায় পুলিশের গুলিতে ৯৪৮ ব্যক্তির মৃত্যু হয়েছে অর্থাৎ প্রতিদিন গড়ে ৩ জনের অধিক আমেরিকান প্রাণ হারিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক একটি সেবামূলক সংস্থার গবেষণামূলক তথ্যের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় দৈনিকে ৩০ অক্টোবর তা ছাপা হয়েছে।
খবরে বলা হয়েছে, ১৯৯৯ সাল থেকেই গার্ডিয়ান নামক ওই সংস্থাটি এ ধরনের তথ্য সংরক্ষণ করছে। বিশ্বে আর কোন উন্নত রাষ্ট্রে পুলিশের গুলিতে এত বেশীসংখ্যক নাগরিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেনি। এমনকি এই সংখ্যার কাছাকাছি যায়-এমন লোকও নিহত হয়নি। ওই গবেষণা-জরিপে আরও উদঘাটিত হয়েছে যে, এতগুলো মানুষ হত্যার ঘটনায় জড়িত একজন পুলিশ অফিসারকে দোষী সাব্যস্ত করে কোন ধরনের দণ্ড দেয়া হয়েছে বলে এখন পর্যন্ত জানা যায়নি। উন্নত দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এভাবে নিরস্ত্র নাগরিক নিহত হবার ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে নিকটবর্তী দেশগুলোতে।
প্রসঙ্গত: এভাবে নিরীহ মানুষ হত্যার পর ভিকটিমের স্বজনেরা মোটা অংকের অর্থ আদায় করছেন ক্ষতিপূরণবাবদ। যদিও এ অর্থ যাচ্ছে আমেরিকানদের ট্যাক্সের তহবিল থেকে। একমাত্র নিউইয়র্ক সিটি প্রশাসনকেই বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ প্রদান করতে হয়েছে ট্যাক্সপ্রদানকারীদের অর্থ থেকে। এভাবে সারা আমেরিকাতেই ক্ষতিপূরণ দিতে হচ্ছে পুলিশি বর্বরতার খেসারত হিসেবে।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৫/ রশিদা