২২৪ যাত্রী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান সেন্ট্রাল সিনাই পেনিনসুলায় বিধ্বস্ত হয়েছে বলে মিশরের প্রধানমন্ত্রীর দফতর নিশ্চিত করেছে। রয়টার্স তাদের এক খবরে একথা জানিয়েছে। যাত্রীদের বেশির ভাগ-ই রুশ পর্যটক। তবে বিমানটি কোন এয়ারলাইন্সের তা নিশ্চিত হওয়া যায়নি।
বিমানটি রাশিয়ার উদ্দেশ্যে মিশরের লোহিত সাগরের জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র শারম আল শেখ থেকে উড্ডয়ন করে। এরপর এটি দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বিমানটি নিরাপদেই মিশরের আকাশসীমা অতিক্রম করে বলে প্রাথমিক দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে সিনাইয়ের নিরাপত্তা কর্মকর্তারা একটি বিমানের নিখোঁজ হওয়ার কথা নিশ্চিত করেছেন। খবর রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া ও বিবিসির
বিধ্বস্ত ফ্লাইট ৭ কে-৯২৬৮ এয়ারবাস এ-৩২১ বিমানটি রাশিয়ার কগালিমাভিয়া এয়ারলাইন্সের। এটি পশ্চিম সাইবেরিয়াভিত্তিক একটি এয়ারলাইন্স। বিমানটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরে স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে অবতরণ করার কথা ছিল। মস্কো সময় ৬টা ৫১ মিনিটে বিমানটি মিশরের শারম আর শেখ থেকে উড্ডয়নের ২৩ মিনিট পরই সাইপ্রাস এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এবং রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রুশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ রজাভিয়াতসিয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে।
দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি সামলাতে মিশরের পক্ষ থেকে একটি জরুরি কমিটি গঠন করা হয়েছে বলেও দেশটির প্রধানমন্ত্রী শরীফ ইসমাইলের দফতরে এক বিবৃতিতে বলা হয়।
বিমানটির নিখোঁজ স্বজনদের সার্বিক তথ্য জানাতে পুলকোভো বিমানবন্দরে একটি কেন্দ্র খোলা হয়েছে বলে সেন্ট পিটার্সবার্গ সিটি কর্মকর্তাদের বরাত দিয়ে তাস নিউজ এজেন্সি জানিয়েছে।
এদিকে, সর্বশেষ খবরে বলা হচ্ছে, বিমানটিতে মোট ২১৭ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিল।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর ২০১৫/রশিদা/শরীফ