যুক্তরাষ্ট্রের একটি পাহাড়ে বড় ধরনের রহস্যময় একটি ফাটল সৃষ্ট হয়েছে। এটি দৈর্ঘ্যে প্রায় ৭৫০ গজ ও প্রস্থে ৫০ গজ। ওয়োমিংস'র বিঘোর্ন পর্বতে ফাটলটি দেখা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা এটিকে 'অশুভ' বা 'রহস্যময়' ইঙ্গিত বলে অস্বীকার করেছেন। ওয়োমিংস' ভূতাত্ত্বিক সার্ভের ম্যানেজার ঘটনাটিকে ধীরগতির ভূমিধসের ফল হতে পারে বলে জানিয়েছেন। খবর দ্য ইন্ডিপেনডেন্টের
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৫/শরীফ