দেশ জুড়ে অসহিষ্ণুতা বেড়ে চলায় দুঃখপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। টুইট করে এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন ‘আজকাল অসহিষ্ণুতার মাত্রা এতটাই বেড়ে গেছে যে, যেটা খুবই দু:খের বিষয়। কেন এত বিভেদ? আসুন আমরা সবাই একতার কথা বলি, একতার জন্য কাজ করি’।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষির্কী এবং লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষির্কীতে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এরপর টুইট করে ভারতের লৌহমানবকে স্মরণ করে তিনি বলেন, ‘ঐক্যের ভারত গঠনের জন্য সর্দার প্যাটেলের যে লক্ষ্য ছিল সেটা আমাদের পূরণ করতে হবে’।
সম্প্রতি দিল্লির কেরল গেস্ট হাউজে গোমাংসের খোঁজে পুলিশি অভিযানেরও তীব্র নিন্দা করেছেন মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেন, ‘মানুষের মৌলিক অধিকারকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এটা একটা অপরিণামদর্শী ও অস্বাস্থ্যকর পদক্ষেপ’।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৫/মাহবুব