ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন ইন্দোনেশিয়ার জাকার্তাস্থ ভারতীয় দূতাবাসের এক্সেস পেয়েছেন। দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি [কনস্যুলার] সঞ্জীব কুমার আগারওয়াল আজ বালিতে ইন্দোনেশিয়ার পুলিশ ডিটেনশন সেন্টারে তার সঙ্গে সাক্ষাৎ করেন। ছোটা রাজন ও আগারওয়ালের মধ্যকার সাক্ষাৎ প্রায় আধা ঘণ্টা ধরে চলে। এর আগে আজ সকালে জার্কাতা থেকে বিমানে করে বালিতে পৌঁছেন মি. আগারওয়াল। সেখান থেকে সরাসরি বালি পুলিশ ডিটেনশন সেন্টারে চলে যান তিনি। ওই ডিটেনশন সেন্টারেই ছোটা রাজনকে গ্রেফতারের পর রাখা হয়েছে। খবর পিটিআই'র
ইন্দোনেশিয়ার পুলিশ ছোটা রাজনকে গ্রেফতারের বিষয়ে দুইদিন আগে আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়াস্থ ভারতীয় দূতাবাসকে জানায়। এর পরই মি. আগারওয়াল ও ছোটা রাজনের মধ্যকার সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। একটি সূত্র একথা জানায়।
হত্যা, চাঁদাবাজি ও মাদক পাচারসহ ৭৫টির বেশি মামলায় ওয়ান্টেড তালিকায় থাকা রাজেন্দ্র সাদাশিব নিখালজি ওরফে ছোটা রাজন ২৫ অক্টোবর ইন্দোনেশিয়ার বালির দেনপাশার বিমানবন্দরে গ্রেফতার হন। অস্ট্রেলিয়ান পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে ইন্দোনেশিয়ার পুলিশ তাকে গ্রেফতার করে। মোহন কুমার পরিচয় দিয়ে তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বালিতে ভ্রমণ করছিলেন। ইন্টারপোলের নোটিশের ভিত্তিতে অস্ট্রেলিয়ান পুলিশ রাজনের ব্যাপারে তথ্য সরবরাহ করে অজি পুলিশ।
বিডি-প্রতিদিন/১ নভেম্বর ২০১৫/শরীফ