জনতা দল ইউনাইটেড (জেডিইউ), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং কংগ্রেসের মহাজোট ক্ষমতায় এলেই বিহারকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তাই বিহারের উন্নয়নে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) জোটকেই জেতানোর আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রবিবার বিহারের মধুবনী জেলায় নির্বাচনী প্রচারণায় গিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতিশ কুমার এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, ‘বিহারের মানুষ এতদিন জঙ্গল রাজ (অরাজকতা)-র মধ্যে বসবাস করছিলেন, আর এখন সঙ্গে আরেক যমজ ভাইকে পেয়েছেন তিনি হলেন যন্তর মন্তর (কালো জাদু)। তাদেরকে একসঙ্গে আসতে দেবেন না, ক্ষমতায় এলেই এই জোট বিহারের সবকিছু ধ্বংস করে দেবে’।
উল্লেখ্য, আজ রবিবার চতুর্থ দফার নির্বাচন চলছে বিহারে। আগামী ৫ নভেম্বর শেষ দফার নির্বাচন। তার আগে নির্বাচনী প্রচারণায় গিয়ে নীতিশ কুমারকে আক্রমণ করে তিনি বলেন, ‘নীতিশ কুমার গণতন্ত্রে বিশ্বাস করেন না। আর সেই কারণেই বিহারে যন্তর মন্তর (কালো জাদু) প্রতিষ্ঠা করতে চাইছেন’।
বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নীতিশ কুমার এখন ক্লান্ত এবং তিনি হেরে গেছেন আর তাই তিনি এখন বাবার (জ্যোতিষী) কাছে ছুটছেন। গণতন্ত্র নিয়ে মজা করছেন’।
সভায় উপস্থিত হাজার হাজার দর্শকের উদ্যেশ্য করে মোদি বলেন, ‘আপনাদের বাসায় যদি বিদ্যুৎ না থাকে তবে কি কালো জাদুর দ্বারা বিদ্যুৎ চলে আসবে? পানি নেই, কর্মসংস্থান নেই, শিক্ষক, শিক্ষা নেই- কেবলমাত্র জাদু দিয়ে কি এসব আসবে? প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিহারে এবার এনডিএ-ই ক্ষমতায় আসবে এবং মানুষের যাবতীয় সমস্যার সমাধান করবে।
প্রচারণার আগে এদিন সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানান, ‘পরিস্থিতিই বলছে যে বিহারের মানুষ পরিবর্তন চায়। বিহারের মানুষ এনডিএ-তেই আশার আলো দেখতে পেয়েছেন’।
ভোটদাতাদের বিশেষ করে নতুন ভোটারদের কাছে ভোট দেওয়ার আর্জি জানিয়ে মোদি বলেন, ‘সরকার পরিবর্তন না হলে আপনাদের এবং রাজ্যের এই খারাপ অবস্থার কোনদিন পরিবর্তন হবে না’।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৫/ রশিদা