প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ব্রিটেন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ১২ থেকে ১৪ নভেম্বর ব্রিটেনে থাকবেন তিনি। হাউস অব কমন এবং হাউস অব লর্ডস-এ বক্তৃতা দেওয়ার পাশাপাশি ১২ নভেম্বর তিনি দেখা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের সঙ্গে। পরদিন ১৩ তারিখে রানী এলিজাবেথের সঙ্গে লাঞ্চ করবেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।
মোদির সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রীর আলোচনা হতে পারে আফগানিস্তান ও পাকিস্তান, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, পশ্চিম এশিয়ার ক্রাইসিস এবং আবহাওয়া পরিবর্তনের মতো সমস্যা নিয়ে। ২০০৬ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শেষবারের জন্যে ব্রিটেন গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রায় এক দশক পর সেখানে যাচ্ছেন মোদি।
বিডি-প্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৫/ রশিদা