ইন্দোনেশিয়ার বালিতে গ্রেফতার ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। এ লক্ষ্যে ভারতের ছয় সদস্যের একটি পুলিশের দল গতকাল সন্ধ্যায় ইন্দোনেশিয়ার বালিতে পৌঁছেছেন। এ দলে আছেন মুম্বাইয়ের স্পেশাল ব্রাঞ্চ, দিল্লি পুলিশের বিশেষ সেল ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিঅাই'র সদস্যরা। ইন্দোনেশিয়াস্থ ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সঞ্জীব কুমার আগারওয়াল এ বিষয়ে ভারতীয় দলটির ও বালি পুলিশ কর্মকর্তাদের সমন্বয় করছেন। সবকিছু পরিকল্পনামাফিক অগ্রসর হলে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায়-ই দলটির ছোটা রাজনকে নিয়ে ভারতে পৌঁছার কথা। অার দেরি হলেও বৃহস্পতিবারের মধ্যেই রাজনকে দেশটিতে ফিরিয়ে আনা হবে।
এর আগে গতকাল দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি [কনস্যুলার] সঞ্জীব কুমার আগারওয়াল বালিতে ইন্দোনেশিয়ার পুলিশ ডিটেনশন সেন্টারে ৫৫ বছর বয়সী ছোটা রাজনের সঙ্গে সাক্ষাৎ করেন। ছোটা রাজন ও আগারওয়ালের মধ্যকার সাক্ষাৎ প্রায় আধা ঘণ্টা ধরে চলে। এর ২ দিন আগে ইন্দোনেশিয়ার পুলিশ ছোটা রাজনকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়াস্থ ভারতীয় দূতাবাসকে জানায়।
হত্যা, চাঁদাবাজি ও মাদক পাচারসহ ৭৫টির বেশি মামলায় ওয়ান্টেড তালিকায় থাকা রাজেন্দ্র সাদাশিব নিখালজি ওরফে ছোটা রাজন ২৫ অক্টোবর ইন্দোনেশিয়ার বালির দেনপাশার বিমানবন্দরে গ্রেফতার হন। অস্ট্রেলিয়ান পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে ইন্দোনেশিয়ার পুলিশ তাকে গ্রেফতার করে। মোহন কুমার পরিচয় দিয়ে তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে বালিতে ভ্রমণ করছিলেন। ইন্টারপোলের নোটিশের ভিত্তিতে অস্ট্রেলিয়ান পুলিশ রাজনের ব্যাপারে তথ্য সরবরাহ করে অজি পুলিশ। খবর : টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/২ নভেম্বর ২০১৫/শরীফ