বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন নিজস্ব প্রযুক্তিতে তৈরি তার প্রথম বড় আকারের যাত্রীবাহী বিমান উন্মুক্ত করেছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন 'দ্য কমর্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না এটি তৈরি করে। 'সি ৯১৯' নামে ১৫৮ আসনবিষিষ্ট দু্ই ইঞ্জিনের যাত্রীবাহী বিমানটি আজ সোমবার কোম্পাটির সাংহাইয়ে অবস্থিত নিজস্ব হ্যাঙ্গারে এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়। এতে প্রায় চার হাজারের মতো সরকারি কর্মকর্তা ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। খবর গ্লোবাল টাইমস ও এপির
বড় অাকারের যাত্রীবাহী বিমানের বৃহত্তম বাজার রয়েছে চীনের। অথচ দেশটি এই ধরনের বিমানের জন্য প্রধানত যুক্তরাষ্ট্রের বোয়িং ও ফ্রান্সের এয়ারবাসের উপর নির্ভরশীল। এ নির্ভরশীলতা কমানো ও বড় যাত্রীবাহী বিমানের বাণিজ্যিক বাজারে প্রবেশের লক্ষ্যেই মাল্টিবিলিয়ন ডলার ব্যয়ে 'সি ৯১৯' বিমানটি তৈরি করা হয়েছে।
তবে এখনই চীনের 'সি ৯১৯' বিমানটি বাণিজ্যিক ফ্লাইট শুরু করছে না। আগামী বছর প্রথমবারের মতো এটি উড্ডয়ন করবে। এরপর প্রায় তিন বছর ধরে এটি পরীক্ষামূলক ফ্লাইটের মধ্য দিয়ে যাবে। তারপরই মূলত 'সি ৯১৯'কে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হবে।
বিডি-প্রতিদিন/২ নভেম্বর ২০১৫/শরীফ