ভারতজুড়ে অসহিষ্ণুতা নিয়ে একদিকে যখন কংগ্রেস নেতৃত্ব প্রতিবাদে সামিল হয়েছে ঠিক তখনই অসহিষ্ণুতা ইস্যুতে কংগ্রেসকে তোপ দাগলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বিহারে পূর্ণিয়া জেলার সীমাঞ্চলে এক নির্বাচনী প্রচারণায় গিয়ে এই ইস্যুতে কংগ্রেসের ভূমিকাকে কটাক্ষ করলেন মোদি। সোনিয়াকে আক্রমণ করে তিনি বলেন, ‘ম্যাডাম সোনিয়া জি, আজকে ২ নভেম্বর। ১৯৮৪ সালের এই দিনটার কথা মনে পড়ে? ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের দুই শিখ নিরাপত্তী রক্ষীর হাতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী খুন হওয়ার তৃতীয় ও চতুর্থ দিনে কয়েক সেকেন্ডের মধ্যেই দিল্লিসহ পুরো ভারতে কয়েক লাখ শিখকে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় কংগ্রেস এবং এই দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছিল। আজ সেই দিন। আর এখন অসহিষ্ণুতার কথা বলে কংগ্রেস আমাদের জ্ঞান দিচ্ছে। এটা আপনাদের মানায় না’।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিখদের চোখের পানি এখনও শুকায় নি। তাদের ক্ষত এখনও শুকায়নি, আর সেই দিনেই আপনারা নাটক করছেন।
অসহিষ্ণুতা, দাদরি কাণ্ড, মুক্তমনাদের ওপর হামলাসহ একাধিক বিষয় নিয়ে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আগামীকাল মঙ্গলবারও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার কথা কংগ্রেসের প্রতিনিধি দলের। তার আগেই মোদির এই তোপ।
মোদি বলেন, ‘নীতিশ বাবু এবং লালুজি আপনারা যত খুশি ইচ্ছে খেলে নিন। আগামী ৮ নভেম্বর যখন ভোটের ফলাফল বেরোবে, বিহারের মানুষ দুইবার দিওয়ালী পালন করবে’। (একটা নির্বাচনে বিজেপি জিতলে, দ্বিতীয়টি সত্যিকারের দিওয়ালী উৎসব)
বিহার নির্বাচনে কংগ্রেসকে ৪০ টি আসন ছেড়ে দেওয়ার জন্য মহাজোটের নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদবকে ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, ‘এরাজ্যে কংগ্রেসের কোন অস্তিত্বই নেই। বাধ্যবাধকতার জন্যই কংগ্রেসকে এই আসনগুলি ছাড়তে হয়েছে। সেখানে আমাদেরই লাভ হয়েছে। এই আসনগুলিতেই বিজেপি খুব সহজেই জয়লাভ করবে’।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৫/ রশিদা