ভারতে শিশু ধর্ষণের হার দিনে দিনে বেড়েই চলেছে। সম্প্রতি একটি গবেষণার রিপোর্টে বলা হয়, নারীর চেয়ে শিশু যৌন নিপীড়নের ঘটনা বেশি ঘটছে দেশটিতে। রিপোর্টে আরও বলা হয়, বেশিরভাগ পুরুষ যৌন মিলনের সময় নারীদের যৌন হেনস্থা করে বেশি।
মেক্সিকো, ক্রোয়েশিয়া এবং চিলির তুলনায় যৌন হেনস্থার দিক থেকে ভারতের স্থান বেশ ওপরেই রয়েছে। দেখা গেছে, ভারতীয় পুরুষরা সবচে' বেশি পরিমাণে নারীদের উত্যক্ত এবং যৌন হেনস্থা করে। মদ্যপান করার পর এর প্রবণতা আরও বেড়ে যায় বলেও জানা গেছে।
গবেষণার কেন্দ্র হিসেবে দিল্লিকে বেছে নেয়া হয়। সেখানে ২ হাজার পুরুষের ওপর এই গবেষণা চালানো হয়। গবেষণায় উঠে আসে গণধর্ষণ, বৈবাহিক ধর্ষণ এবং মদ্যপ অবস্থায় ধর্ষণের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রিপোর্টে বলা হয়, যে সব পুরুষ শৈশব থেকে অনেক দুঃখ, কষ্ট, অবহেলার মধ্যে বড় হয় তাদের ধর্ষণের প্রবণতা আরও বেশি পরিমাণে বেড়ে যায়।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর মতে, ভারতে প্রতিদিন গড়ে ৯০ জন নারী ধর্ষণের শিকার হন। আরও জানা গেছে, মদ্য পান করে ধর্ষণ করার প্রবণতা অন্য দেশের তুলনায় ভারতে অনেক বেশি।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৫/ রশিদা