ভারতজুড়ে চলমান গোমাংস রাজনীতির মধ্যেই এবার নতুন বিতর্কে জড়ালেন কর্নাটকের প্রভাবশালী বিজেপি নেতা এস এন ছানাবাসাপ্পা। গরুর মাংস খেলে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার মুণ্ডু কেটে নেয়ার হুমকি দিলেন ওই বিজেপি নেতা।
কয়েকদিন আগে বেঙ্গালুরুতে সংবাদ সম্মেলন করে কর্নাটকের কংগ্রেসের মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি কোনোদিন গোমাংস খাইনি। কিন্তু এখন খাবো। সেটা নিয়ে প্রশ্ন তোলার আপনি কে? যে খাবারে সাচ্ছন্দ্য বোধ করব সেটাই খাবো’। ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারো নেই বলেও জানান সিদ্ধারামাইয়া।
মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এক প্রতিবাদী সভা ডাকে বিজেপি। সেখান থেকে শিমোগা পুরসভার সাবেক চেয়ারম্যান ছানাবাসাপ্পা বলেন, ‘মুখ্যমন্ত্রী একনায়কতন্ত্রের মতো আচরণ করছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে, মন চাইলে তিনি গোমাংস খাবেন এবং কেউই তাকে বাধা দিতে পারবেন না। আগে কি কোনো মুখ্যমন্ত্রী গরু জবাই করেছেন? তিনি প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা কিভাবে বললেন? যদি সাহস থাকে তবে তিনি শিমোগার গোপী সার্কেল এলাকায় গোমাংস খেয়ে দেখাক। যদি তিনি এই কাজ করেন তাহলে সেই মুহূর্তেই তার মুণ্ডু কেটে ফেলা হবে’।
হিন্দুবিরোধী কর্মকাণ্ডকে প্রশ্রয় দিলে দলের কর্মী-সমর্থকরা তা কোনোমতে মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির ওই স্থানীয় নেতা। তিনি জানান, ‘আমরা দুইবার ভাববো না। এ ধরনের মন্তব্য করে ওই কংগ্রেস নেতা হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছেন। আমরা সবাই গরুর দুধ খেয়েই বড় হয়েছি’।
পরে বিজেপি নেতার এই হুমকির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কোনো হুমকিতে ভয় পাই না। যদি সত্যিই এরকম কোনো হুমকি দিয়ে থাকে তবে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে’।
মোদি সরকারের বিরুদ্ধে ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ তুলে লেখক, সাহিত্যিক, বিজ্ঞানীরা তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন সেই পরিপ্রেক্ষিতে বিজেপির একজন নেতার এই লাল চোখ দেখানোয় পরিস্থিতি আরও জটিল আকার নেবে বলেই ধারণা রাজনৈতিক মহলের।
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৫/ রশিদা