পাকিস্তানের লাহোরে একটি শপিং ব্যাগের কারখানা ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া দেড় শতাধিক লোক আটকা পড়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।
পাকিস্তানী কর্মকর্তারা জানিয়েছেন, লাহোর শহর থেকে ২০ কিলোমিটার দূরে ধসে পড়া ওই কারাখানা থেকে এ পর্যন্ত ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার কারখানাটি ধসে পড়লেও কোনো কারণ জানা যায়নি।
সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকর্মীদের দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন