কানাডার ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় অটোয়ার রিদুয়া হলে ট্রুডো ও তার মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
এসময় সাবেক প্রধানমন্ত্রী জাঁ ক্রেটিন, দুই সাবেক গভর্নর জেনারেল, প্রথম নেশনস জাতীয় চীফ পেরি বেলেগার্ডে, আরসিএমপি কমিশনার বব পলসনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্রুডোর মন্ত্রিসভায় স্থান পাওয়া ৩১ জনের মধ্যে অর্ধেক (১৫) সদস্য নারী। মন্ত্রীদের বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে।
জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডোও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৬৮ সালের ‘ট্রুডোম্যানিয়া’র মধ্য দিয়ে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন। সে সময় কানাডার তরুণ ও প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে পিয়েরের যে জনপ্রিয়তার সৃষ্টি হয়েছিল, তা ‘ট্রুডোম্যানিয়া’ হিসেবে বিখ্যাত। ১৯৮৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
সাবেক স্কুল শিক্ষক জাস্টিন ট্রুডো ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৪৩ বছর বয়সী এই নেতা ২০১৫ সালে নির্বাচনী প্রচারণার সময়ই তরুণদের অংশগ্রহণে ও প্রবীণদের পরামর্শে সরকার পরিচালনার আশ্বাস দেন।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব